বৃহস্পতিবার ক্যাম্পবেল উইলসনকে নয়া সিইও ও এমড🤡ি হিসাবে ঘোষমা করল এয়ার ইন্ডিয়া। এয়ার ইন্ডিয়া বোর্ড প্রয়োজনীয় নিয়ন্ত্রক অনুমোদন সাপেক্ষে উইলসনের নিয়োগে ছাড়পত্র দিয়েছে।
চলতি বছরের শুরুতে অবশ্য, টাটা সন্স টার্কিশ এয়ারলাইন্সের চেয়ারপার্সন ইলকার আইসিকে নতুন সিইও করেছিল। তবে নিয়োগের মাত্র দুই সপ্তাহ পরেই তি♔নি তা প্রত𒁃্যাখ্যান করেন।
এর আগে ক্যাম্পবেল🌼 উইলসন, সিঙ্গাপুর এয়ারলা🍰ইন্সের অধীনস্থ সংস্থা স্কুটের প্রধান ছিলেন। স্কুট-ও এয়ার ইন্ডিয়ার মতোই একটি কম দামের টিকিটের উড়ান সংস্থা।
এয়ার ইন্ডিয়ার ꧙নতুন বসের সম্পর্কে এই ৫টি জিনিস না জানলে মিস করবেন!
- নিউজিল্যান্ডের ক্যান্টারবেরি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন উইলসন। অতি মেধাবী ছাত্র ছিলেন। দুর্দান্ত রেজাল্ট-সহ এমবিএ পাশ করেছিলেন।
- এরপর ১৯৯৬ সালে নিউজিল্যান্ডে সিঙ্গাপুর এয়ারলাইন্সে (SIA) ম্যানেজমেন্ট ট্রেনি হিসাবে কর্মজীবন শুরু করেন। তারপর কানাডা, হংকং এবং জাপানে কাজ করেছেন। ২০১১ সালে সিঙ্গাপুরে পোস্টিং পান। স্কুটের প্রতিষ্ঠাতা সিইও হিসাবে ২০১৬ সাল পর্যন্ত নেতৃত্ব দেন।
- উইলসন এরপরে SIA-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্টের (বিক্রয় ও বিপণন) দায়িত্ব পালন করেন। মূল্য নির্ধারণ, ডিস্ট্রিবিউশন, ই-কমার্স, মার্চেন্ডাইজিং, ব্র্যান্ড এবং বিপণন, বিশ্বব্যাপী সেলের তদারকি করতেন।
- উইলসন ২০২০ সালে Scoot-এর সিইও হিসাবে দ্বিতীয়বার মেয়াদ শুরু করেন। এয়ার ইন্ডিয়াতে যোগদানের আগে পর্যন্ত সেখানেই ছিলেন।