Turkey Terror Attack: তুরস্কের এরোস্পেস ফার্মে ঢুকে তাণ্ডবের পর নিকেশ ২ জঙ্গি, সন্ত্রাসীদের গুলিতে মৃত ৪
1 মিনিটে পড়ুন Updated: 23 Oct 2024, 10:32 PM ISTএই গুলি চালনার ঘটনায় অন্তত ১৪ জন আহত হয়েছেন।
এই গুলি চালনার ঘটনায় অন্তত ১৪ জন আহত হয়েছেন।
✨ তুরস্কের বুকে জঙ্গি হামলার জেরে চাঞ্চল্য তৈরি হল। তুরস্কের এক এয়রোস্পেস ফার্মের ভিতরে ঢুকে তাণ্ডব চালাকতে থাকে দুই জঙ্গি। ওই এয়রোস্পেস সংস্থা রাষ্ট্রীয় একটি সংস্থা। সেখানে এই হামলা নিয়ে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। এদিকে, জঙ্গিদের গুলিতে নিহত হয়েছেন ৪ জন। অন্যদিকে, তুরস্কের নিরাপত্তা বাহিনীর তৎপরতায় ২ জঙ্গিকে নিকেশ করা হয়েছে।
🦹 তুরস্কের মন্ত্রী আলি ইয়েরলিকায়া বলেন, এই গুলি চালনাতে অন্তত ১৪ জন আহত হয়েছেন। তিনি বলেন,তিনজনের অবস্থা গুরুতর - আঙ্কারার উপকণ্ঠে তুর্কি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ (টুসাস) সদর দফতরে চলে এই জঙ্গি হামলা। দুই হামলাকারীর মধ্যে একজন মহিলা ও অপরজন পুরুষ ছিল বলে জানানো হয়েছে। তুরস্কের তরফে আলি ইয়েরলিকায়া ঘটনার নিন্দা করেন। তিনি জানান, জঙ্গিদের নিকেশ করা হয়েছে। তিনি বলেন,' আমি এই জঘন্য হামলার নিন্দা জানাই। শেষ সন্ত্রাসীকে নির্মূল না করা পর্যন্ত দৃঢ়তার সাথে আমাদের লড়াই চলবে।' এই সন্ত্রাসীদের গুলিতে যাঁরা নিহত হয়েছেন তাঁদের ‘শহিদ’ আখ্যা দিয়ে ইয়েরলিকায়া তাঁদের আত্মার শান্তি কামনা করেন। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি।
♌ এক সোশ্যাল মিডিয়ার ভিডিয়োতে দেখা গিয়েছে, এক বিস্ফোরণের শব্দে ওই হেডকোয়ার্টার কেঁপে ওঠে। দেখা যায়, বিস্ফোরণের পর, আগ্নেয়াস্ত্র হাতে থাকা এক ব্যক্তিকে পার্কিং লটে দৌড়াতে দেখা যায়। উল্লেখ্য, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটোর সদস্য হল তুরস্ক। আর ন্যাটোর সদস্য দেশে এই হামলার পর উদ্বেগ প্রকাশ করেছে ন্যাটোও, বলে জানিয়েছে তুরস্ক।