এখন আমের মরসুম। বাজারে গেলেই ফলের দোকানে থরে থরে সাজানো বিভিন্ন জাতের আম। কিন্তু একটা আমই ৪.২৫ কেজি, এমনটা শুনেছেন?আজ্ঞে হ্যাঁ, কলম্বিয়ার এক কৃষকের বাগানে এমনই বড় আম হয়েছে। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড-এ বিশ্বের সবচেয়ে ভারী আম হিসাবে স্থান করে নিয়েছে এটি।আমটি হয়েছে কলম্বিয়ার গুয়াইয়াতায় জার্মান অরল্যান্ডো নোভোয়া এবং রেইনা মারিয়া মারোকুন নামের কৃষক দম্পতির আম বাগানে।তাঁরা জানিয়েছেন, আলাদা করে কিছু করতে হয়নি। প্রাকৃতিকভাবেই এই বিশাল আমটি হয়েছে। আমটির আকৃতি বড় হওয়ায় তাঁদের মেয়েই গিনেস বুকে এর নাম তোলার বুদ্ধি দেয়। এরপরেই গিনেস বুক কর্তৃপক্ষ এটির যাচাই করে।সেই মতো এটি স্থান পেয়েছে গিনেস বুকের পাতায়। এর আগে সবচেয়ে ভারী আম ছিল ফিলিপিনস-এ। সেটির ওজন ছিল ৩.৪৩ কিলোগ্রাম। ফলে প্রায় ৮০০ গ্রাম বেশি ভারী এই আম। কৃষক দম্পতি জানিয়েছেন, আমটি প্রথমে একটি ছাঁচে ফেলে নেওয়া হয়েছে। তার থেকে একটি রেপ্লিকা বানিয়ে স্থানীয় মিউনিসিপালিটির অফিসে রাখা হবে প্রদর্শনীর জন্য। আমটি কেটে তাঁদের পুরো পরিবার খেয়েছেন বলে জানিয়েছেন তাঁরা।