একসঙ্গে পরপর তিনজনকে লক্ষ করে ꦬচালানো হয় গুলি! সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় তিনজনের! এক কুখ্য়াত ডাকাতের খুনের বদলা নিতেই নাকি ওই তিনজনকে খুন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের সাদিকাবাদ তহসিলের জামালদিন ওয়ালি এলাকায় সিন্ধু নদ লাগোয়া এলাকায়।
ডন-এর প্রতিবেদন অনুসারে, এই ঘটনায় যে তিনজনের মৃত্যু হয়েছে, তাঁরা হলেন - উমর লুন্দ এবং তাঁর দুই ভাইপো - হুজাইফা লুন্দ এবং খাℱলিজ ধনওয়ানি। সেই সময় তাঁরা শাহপুর এলাকার প্রধান বাজার এলাকা দিয়ে যাচ্ছিলেন। তখনই হঠাৎ করে তাঁদের উপর এই প্রাণঘাতী হামলা চালানো হয়। দুধে ওয়ালি পুল্লির কাছে এই ঘটনা ঘটে। অভিযোগ করা হচ্ছে যে কুখ্য়াত ডাকাত শাহিদ লুন্দের খুনের বদলা নিতেই পালটা এই তিনজনকে গুলি করে খুন করা হয়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, গত বছরের (২০২৪) নভেম্বর মাসে লুন্দ গোষ্ঠীর একটি জমায়েত হয়েছিল। সেই জমা▨য়েতেই শাহিদকে খুন করেছিলেন উমর। প্রসঙ্গত, শাহিদ ছিলেন একজন কুখ্য়াত ডাকাত। এবং তাঁর একটি ইউটিউব চ্যানেলও ছিল। তিনি বালোচিস্তানের কাটচা জনজাতিভুক্ত ছিলেন।
এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত বলে জানা গিয়েছে। তাঁদের আশঙ্কা, এই ট্রিপল মার্ডারের পর ফের একবার এলাকায় ডাকা🦹তদের দাপাদাপি বাড়বে। এই কারণেই জামালদিন ওয়ালির নিকটবর্তী এই গ্রামীণ এলাক🌟ায় ভয়ের বাতাবরণ তৈরি হয়েছে।
এদিকে, ইতিমধ্য়েই দুই যুবক এই ঘটনার দায় স্বীকার করেছেন। সূত্রের দাবি, ওই দুই যুবক আদতে নিহত ইউটিউবার ডাকাত শাহিদ লুন্দের𝓰 সহযোগী। তাঁরা সোশাল মিꦯডিয়ায় পোস্ট করে এই ট্রিপল মার্ডারের দায় স্বীকার করেছেন। তাঁরা জানিয়েছেন, মূলত উমর লুন্দকে খুন করার জন্যই এই হামলা চালানো হয়েছে।
সংশ্লিষ্ট সোশাল মিডিয়া পোস্টে ওই দুই যুবকের হাতে নিহত উমর লুন্দের ব্যবহৃত জিথ্রি রাইফে𝓡লটিও দেখা গিয়েছে বলে দাবি করা হচ্ছে। ওই দুই যুবক সরাসরি জানিয়েছেন, শাহিদের খুনের বদলা নিতেই এই পালটা খুন করা হয়েছে।
এদিকে, এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন পিপিপি-র দক্ষিণ পঞ্জাব শাখার সভাপতি মখদুম আহমেদ মেহমুদ এবং পিপিএ-র এমপিএ মুমতাজ চ্যাং। উল্লেখ্য, তাঁরা আগেও একাধিকবার অভিযোগ করেছিলেন যে এই অঞ্চলের আইনশৃঙ্খলা ক্রꦅমে ভেঙে পড়ছে।
প্রসঙ্গত, গত সপ্তাহ𒊎েই এই এলাকায় অভিযান চালায় পাকিস্তানি পুলিশ। সেই অভিযানে একাধিক কুখ্য়াত ডাকাতকে নিকেশ করা হয়। অভিযোগ, নিহত ওই ডাকাতরা একাধিক পুলিশকর্মীর খুনের ঘটনায় যুক্ত ছিল।