সাম্প্রতিক সময়ে কানাডার সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে গিয়েছে ঠেকেছে। এই নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে আলোচনার দাবি জানিয়েছে কংগ্রেস। এদিকে মোদী সরকারকে কার্যত সমথন করেই সিপিএম একটি বিবৃতি জারি করেছে। তবে তৃণমূল কংগ্রেস সাংসদ সাগরিকা ঘোষ কার্যত জাস্টিন ট্রুজোর সুরেই প্রশ্ন ছুড়ে দিলেন মোদী সরকারের দিকে। সোশ্যাল মিডিয়ায় তিনি একটি পোস্ট লিখেছেন, 'কেন ভারত-কানাডা সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকল? এই সবের মাঝে লরেন্স বিষ্ণোইয়ের ভূমিকা কী?' (আরও পড়ুন: আমরা চেয়েছিলাম কানাডার দাবিকে গুরুত্ব দিক ভারত, তবে তারা তো অন্য পথে হাঁܫটছে: USA)
আরও পড়ুন: ৪৮ ঘণ্টায় ১০টি ভরতীয় উড়ানে বোমাত🎶ঙ্ক, একের পর এক বিম🅺ান উড়িয়ে দেওয়ার হুমকি
নিজের পোস্টে সাগরিকা লেখেন, 'এক বিদেশি রাষ্ট্রপ্রধান অভিযোগ করছে যে তাঁর দেশে মোদী সরকার বেআইনি অপরাধমূলক কার্যকলাপ চালাচ্ছে। আর তা নিয়ে আমাদের নন-বায়োলজিকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কোনও প্রশ্ন করা যাবে না? কেন জাস্টিন ট্রুডো এই ধরনের অভিযোগ করছেন? কেন ভারত-কানাডা সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকল? এই সবের মাঝে লরেন্স বিষ্ণোইয়ের ভূমিকা কী? মেরুদন্ডহীন ভারতীয় মিডিয়া আনুগত্যের ট্রাম্পেট বাজাতে থাকবে। তবে অন্য কোও সরকার হলে এই সব বিস্ফোরক তথ্যের চাপে পড়ত।' (আরও পড়ুন: মুখ্যমন্ত্র🎐ী সরাসরি জড়িত আর্থিক🤡 তছরুপের সঙ্গে, আমাদের হাতে প্রমাণ আছে: ইডি)