Indians Deported by US:চার্টার্ড ফ্লাইট ভাড়া করে বহু ভারতীয়কে দেশে পাঠাল আমেরিকা? এঁরা কারা, কেন পাঠানো হল! US দিল জবাব
1 মিনিটে পড়ুন Updated: 26 Oct 2024, 07:06 PM ISTগত ২২ অক্টোবর আমেরিকা থেকে ও🦹ই চার্টার্ড বিমান ভারতে আসে।
গত ২২ অক্টোবর আমেরিকা থেকে ও🦹ই চার্টার্ড বিমান ভারতে আসে।
আমেরিকায় যে সমস্ত ভারতীয়রা অবৈধভাবে বসবাস করছিলেন তাঁদের দেশে পাঠাতে এবার আলাদা করে চার্টার্ড বিমান ভাড়া করল আমেরিকা। আমেরিকার তরফে ‘ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি’ এই তথ্য জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি’ জানি🧜য়েছে, ভারতের সরকারের সঙ্গে সমঝোতার হাত ধরেই আমেরিকায় অবৈধভাবে বসবাসকারী ভারতীয়দের দেশে পাঠানো হয়েছে।
জানা গিয়েছে, গত ২২ অক্টোবর আমেরিকা থেকে ওই চার্টার্ড বিমান ভারতে আসে। এদিকে, আমেরিকার ‘ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি’র তরফে ক্রিস্টি এ ক্যানেগালো বলেন,' মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার আইনগত ভিত্তি ছাড়াই ভারতীয় নাগরিকদের দ্রুত অপসারণ করা হবে।' আমেরিকা বলছে, বৈধ নথি ছাড়া যে সমস্ত ভারতীয় নাগরিকরা আমেরিকায় রয়েছেন, তাঁরা যাতে চোরাচালানকারীদের শিকার হয়ে না যান, তার জন্যই সতর্ক থাকা প্রয়োজন। 'ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি’ সাফ জানিয়েছে, মার্কিন অভিবাসন নীতির আইনি বিধিগুলো মেনে চলতে তারা বদ্ধপরিকর। তাদের কথায়, যাঁরাই অবৈধভাবে আমেরিকায় প্রবেশের চেষ্টা করছেন, তাঁদের বলা 🔯হচ্ছে, যাতে বৈধভাবে আমেরিকায় প্রবেশ করেন। ২০২৪ সালের জুনে সীমানা সুরক্ষিত করার রাষ্ট্রপতির ঘোষণা এবং অন্তর্বর্তী চূড়ান্ত বিধি প্রবর্তনের পর থেকে আমেরিকার দক্ষিণ পশ্চিম প্রান্তের সীমান্ত দিয়ে ৫৫ শতাংশ অবৈধ প্রবেশ বন্ধ করা যায়।
২০২৪ আর্থিক বর্ষে, DHS রিপোর্টে বলেছে যে এটি ১৬০,০০০ জনেরও বেশি মানুষকে নির্বাসিত বা প্রত্যাবাসন করা হয়েছে।ভারত সহ ১৪৫ টিরও বেশি দেশে ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার জন্য ৪৯৫ টিরও বেশি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা হয়েছে আমেরিকার তরফে। ওয়াশিংটনের দাবি, মার্কিন যুক্তরাষ্ট্রে থাকার আইনি ভিত্তি নেই এমন নাগরিকদের প্রত্যাবাসনের সুবিধার্থে বিশ্ব জুড়ে 🌼এবং বিশ্বব্যাপী সরকারের সাথে নিয়মিত সহযোগিতার পথ ধরে অবৈধ প্রবেশ রোখার বন্দোবস্ত করা হচ্ছে। এই পদ্ধতিটি অনিয়মিত অভিবাসন কমাতে একটি বৃহত্তর কৌশলের অংশ। এই পদ্ধতির মাধ্যমে নিরাপদ ও আইনিপথে ℱঅভিবাসনের জন্য উৎসাহ দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে চোরাচালান রোখা ও দুর্বল ব্যক্তিদের শোষণ বন্ধ করতে তৎপর জো বাইডেনের দেশ, বলে জানানো হয়েছে।