বিচারব্যবস্থার উর্ধ্বতন সারিতে🐎 বড়সড় পরিবর্তনের সুপারিশ দিল সুপ্রিম কোর্টের কলেজিয়াম। সুপ্রিম কোর্টের কলেজিয়ামের ত🐷রফে যে সুপারিশ পেশ করা হয়েছে, সেখানে হাইকোর্টের ২৪ জন বিচারপতির বদলির কথা বলা হয়েছে। কলেজিয়াম বলছে, ‘বিচারব্যবস্থার প্রশাসনিক স্তরকে’ উন্নত করতে এই পদক্ষেপ করা হচ্ছে।
দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন কলেজিয়ামে চারজন বর্ষীয়ান বিচারপতিদের উপস্থিতিতে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। তাঁদের বৈঠকেই এই বিচারপতিদের বদলি নিয়ে আলোচনা হয়। পাঞ্জাব ও হরিয়ানা, তেলেঙ্গানা, গুজরাট, এলাহাবাদ, মুম্বই, অন্ধ্রপ্রদেশ এবং পাটনায় ২৪ জন বিচারপতির বদলি নিয়ে আলোচনা হয়েছে। বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল, সঞ্জীব খান্না, বিআর গাভাই এবং সূর্য কান্তের সমন্বয়ে গঠিত কলেজিয়াম বিভিন্ন বিচারপতিদের থেকে আসা পরামর্শকে মান্যতা𝓰 দিয়ে এই বৈঠক সম্পন্ন করে। উল্লেখ্য, যাঁদের থেকে এই পরামর্শ নেওয়া হয়েছে, তাঁরা হলেন, এমন বিচারপতি, যাঁরা আগে ওই সমস্ত হাইকোর্টে পোস্টেড ছিলেন যে কোর্টগুলির বিচারক বা বিচারপতিদের বদলির কথা হচ🤡্ছে। এই বিচারপতিরা এককালে সুপ্রিম কোর্টেও কার্যভার সামলেছেন।