মাছ ধরতে গিয়ে মাঝ সমুদ্রে বিপত্তি। ভারতীয় নৌবাহিনীর সাবমেরিনের ধাক্কায় তলিয়ে গেল মৎস্যজীবীদের ট্রলার। ঘটনায় ১১ জন🅘 মৎস্যজীবীকে উ🅠দ্ধার করা সম্ভব হলেও এখনও নিখোঁজ রয়েছেন দুজন মৎস্যজীবী। তাদের খোঁজে অভিযান চালাচ্ছে ভারতীয় নৌবাহিনী। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে গোয়ার মালভানের উত্তর-পশ্চিমে প্রায় ৭০ নটিক্যাল মাইল দূরে। এমন ঘটনার পরেই উৎকণ্ঠার মধ্যে রয়েছে মৎস্যজীবীদের পরিবার।
আরও পড়ুন: দিঘায়☂ সকাল থেকে প্রবল জলোচ্ছ্বাস, মোহনায় ডুবল মৎস্যজীবীদের ট্রলার, ভাঙꦕল ভুটভুটি
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে, মাছ ধরার জন্য ‘মার্থোমা’ নামে একটি ট্রলারে করে ১৩ জন মৎস্যজীবী সমুদ্রে রওনা দিয়েছিলেন। গোয়া থেকে প্রায় ৭০ নটিক্যাল মাইল দূরে তাদের অবস্থান ছিল ট্রলারটির। সেই সময় ভারতীয় নৌবাহিনীর একটি সাবমেরিনের সঙ্গে ওই ট্রলারটির আচমকা ধাক্কা লাগে। তার জেরে কিছুক্ষণের মধ্যেই ট্রলারটি সমুদ্রে তলিয়ে যায়। এদিকে, বিষয়টি জানতে পেরেই উদ্ধার কাজে নেমে পড়ে নৌবাহিনী। ৬ টি জাহাজ এবং হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার কাজ চালানো হয়। নৌবাহিনীর পাশাপাশি মৎজীবীদের উদ্ধার অভিযানে সাহায্যের হাত বাড়িয়ে দেয় ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জাহাজও। এরপর অভিযান চালিয়ে একে একে ১১ জন মৎস্যজীবীকে উদ্ধার করা হয়। তবে দুজন মৎসজীবী এখনও নিখোঁজ রয়েছে। তাদের সন্ধান চলছে বলে প্রতিরক্ষা মন্ত💛্রকের তরফে জানানো হয়েছে।