জল, রাস্তা সহ উন্নয়নের নানান দাবি নিয়ে বহু সময়ই নেতা মন্ত্রীদের সামনে সরব হন ভোটার꧋রা। এমন ঘটনা তো বহু দেখেছেন। এবার উত্তর প্রদেশের মহোবা জেলার চারখারি অঞ্চলের এক ঘটꦦনা শুনুন! স্থানীয় বিজেপি বিধায়কের গাড়ি গিয়েছিল এক পেট্রোল পাম্পে। সেখানে এক পেট্রোল পাম্প কর্মী বিধায়কের কাছে দাবি জানান, তাঁর বিয়ের জন্য যেন পাত্রী খুঁজে দেন বিধায়ক। পেট্রোল পাম্প কর্মীর দাবি, তিনি ভোট দিয়েছিলেন ওই বিধায়ককে, আর সেই জন্যই এই দাবি তাঁর কাছে।
উত্তর প্রদেশের মহোবাতে এই ঘটনা ঘটেছে সেখানের বিধায়ক ব্রজভূষণ রাজপুতের সঙ্গে। সেখানে পেট্রোল পাম্পের কর্মী দাবি তোলেন, তিনি নেতাকে ভোট দিয়েছিলেন, ফলে এবার বিজেপির ওই নেতা বিধায়ক হওয়ার পর ভোটারের আর্জি তাঁর জন্য পাত্রীও যেন খুঁজে দেন বিধায়ক ব্রজভূষণ। পেট্রোল পাম্পে বিধায়কের গাড়ি আসতেই, ওই ক🀅র্মী ছুটে যান, বলেন, 'আপনাকে ভোট দিয়েছি, এবার আপনি আ🅘মার বিয়ের ব্যবস্থা করুন।' দুজনের কথপোকথন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। গোটা ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই বেশ চর্চা শুরু হয় সোশ্যাল মিডিয়ায়।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, গাড়ির ভিতরে বসে থেকে ভোটারের কথার জবাব দিচ্ছেন বিজেপি বিধায়ক ব্রজভূষণ রাজপুত। দু'জনের কথার মধ্যে শোনা গেল, বিধায়কের উপদেষ্টাকেও পাত্রী খুঁজে দেওয়ার জন্য বলেছিলেন ওই পেট্রোল পাম্🅘প কর্মী। কর্মীর কথা শুনতে শুনতে, বিধায়ক জিজ্ঞাসা করেন, পেট্রোল পাম্প কর্মীর বেতন কত? জবাবে কর্মী বলেন, তিনি মাসে বেতন পান ৬ হাজার টাকা, আর ১৩ বিঘা জমি আছে তাঁর। শুনে বিধায়ক মজার ছলে বলেন,'আপনি তো বেশ বিত্তশালী। আমি আপনার জন্য বিয়ের ব্যবস্থা করে দেব।' তারপর বিজেপি বিধায়ক জিজ্ঞাসা করেন, ওই পেট্রোল পাম্প কর্মী কি নিজের সামাজিক বর্ণের কাউকেই বিয়ে করতে চান, নাকি অন্য কোনও বর্ণের মেয়েকেও বিয়ে কর🦋বেন! কর্মী জানান, নিজের ‘কাস্ট’ এর মেয়েকেই তিনি বিয়ে করতে চান। উত্তরে বিধায়ক বলেন, নিজের ‘কাস্টে’র বাইরেও যেন তিনি মেয়ে দেখেন। ব্রজভূষণ বলেন, ‘ আমি দেখছি, যে মেয়ে আপনার ভাগ্যে আছেন, তিনি নিশ্চয় আসবেন।’