কোভিড আক্রান্ত হলেন জো বাইডেন। তাঁর শারীরিক অবস্থা, বার্ধক্য নিয়ে বিগত দিনে ক্রমাগত প্রশ্ন উঠেছে। এমনকী তাঁর নিজের দলেও এই নিয়ে প্রশ্ন উঠেছে। তাঁকে প্রার্থীপদ থেকে সরানোর দাবি জানাচ্ছেন ডেমোক্র্যাটদের একটা বড় অংশ। আর এই সবের মাঝেই পুনর্নিবাচনের জন্যে প্রচার চালিয়ে যাচ্ছেন বাইডেন। এর জন্যে লাস ভেগাসে একটি ইভেন্টে অংশ নেন বাইডেন। সেই অনুষ্ঠানের পরই জানা যায়, বাইডেন কোভিড আক্রান্ত হয়েছেন। উল্লেখ্য, বাইডেন এর আগে কোভিড ভ্যাকসিন নিয়েছেন। এমনকী টিকার বুস্টার শটও নিয়েছেন তিনি। তবে কোভিড আক্রান্ত হওয়া এবার তিনি ডেলাওয়ারে গিয়ে 'আইসোলেশনে' থাকবেন। সেখন থেকেই রাষ্ট্রপতি হিসেবে নিজের দায়িত্ব সামলানোর কথা বাইডেনের। (আরও পড়ুন: বেশি সংখ্যক কন্নড় ভাষীরা যাতে চাকরি পায়... 'কোটা' বিল স্থಌগিত হলেও অকপট খাড়গে)
আরও পড়ুন: লোকালযাত্রীদের জন্যে সুখবর, এই রুটে চালানো হবে অতিরিক্ত EMU স্পে꧑শাল ট্রেন
এর আগে একের পর এক অনুষ্ঠানে মুখ ফসকেছে বাইডেনের। তবুও তিনি নির্বাচনে লড়াই করার বিষয়ে অনড়। তবে কখনও তাঁর কথা জড়িয়ে যাচ্ছে। আবার কখনও নিজের ভাইস প্রেসিডেন্ট মলা হ্যারিসকে 'ট্রাম্প' বলে সম্বোধন করছেন। আর সম্প্রতি তো ন্যাটো সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলে💜নস্কিকে 'পুতিন' বলে ডেকে বসেন তিনি। এই আবহে ডেমোক্র্যাট সমর্থকরা বাইডেনকে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়াতে সাঁড়াশি চাপ সৃষ্টি করলেন। বাইডেন ঘেঁষা পলিটিকাল অ্যাকশন কমিটি 'ফিউচার ফরোয়ার্ড'কে ডেমোক্র্যাট সমর্থকদের একটা বড় অংশ জানিয়েছে, বাইডেন যদি নির্বাচনী লড়াই থেকে না সরেন, তাহলে ৯০ মিলিয়ন ডলার অনুদান আটকে দেবেন তাঁরা।
আরও পড়ুন: বেসরকারি হাতে উঠবে ইস্ট-ওয়েস্ট মেট্রো? রে🌌ল বোর🌳্ডের পরিদর্শন ঘিরে জল্পনা