গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার চেষ্টার মামলায় ভারতের উপরে চাপ বজায় রাখল আমেরিকা। খলিস্তানি জঙ্গিকে হত্যার চেষ্টার যে অভিযোগ উঠেছে, সেই ঘটনায় ভার🌟ত যে তদন্ত চালাচ্ছে, তা নিয়ে ওয়াশিংটনের তরফে সার্বিকভাবে নয়াদিল্লির প্রশংসা করা হলেও এই বার্তাটাও দিয়ে রাখা হয়েছে যে ‘যতক্ষণ না ওই তদন্ত প্রক্রিয়া থেকে অর্থপূর্ণ জবাবদিহিতা পাওয়া যাচ্ছে, ততক্ষণ আমেরিকা পুরোপুরি সন্তুষ্ট হবে না।’ যদিও সেই বিষয়টি নিয়ে ভারতের তরফে নতুন করে কোনও মন্তব্য করা হয়নি। ভারতের তরফে এমনিতে প্রথম থেকেই এই বিষয়ে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে পান্নুনকে হত্যার ছক তৈরির ক্ষেত্রে নয়াদিল্লির কোনও ভূমিকা নেই।
বিকাশের বিরুদ্ধে কী কী অভিযোগ তোলা হয়েছে?
তারইমধ্যে গত সপ্তাহে পান্নুনকে হত্যার ষড়যন্ত্র করার মা🍷মলার ভারতের গোয়েন্দা সংস্থা 'রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং'-র (RAW) প্রাক্তন অফিসার বিকাশ যাদবের বিরুদ্ধে অভিযোগ তুলেছে আমেরিকা। পান্ন♏ুনকে খুনের জন্য 'সুপারি কিলার' ভাড়ার মতো তিনটি অভিযোগ তোলা হয়েছে তাঁর বিরুদ্ধে।
আমেরিকার দাবি, চেক প্রজাতন্ত্র থেকে যে নিখিল গুপ্তাকে গ্রেফতার করা হয়েছে, তাঁকে নিয়ে খলিস্তানি জঙ্গি পান্নুনকে হত্যার ছক তৈরি করেছিলেন বিকাশ। পান্নুনকে খুন করার জন্য 'সুপারি কিলার' ভাড়া করেছিলেন নিখিল। কিন্তু সেই 'সুপারি কিলার' আদতে মার্কিন গোয়েন্দা বিভাগের ইনফর্মার ছিলেন। আর তার ফলে পুরো বিষয়টি সামনে চ💟লে আসে।
‘মূল্যবান আলোচনা হয়েছে’
সেই ঘটনার তদন্তের জন্য ভারত যে কমিটি গঠন করেছে, সেটির সদস্যরা ওয়াশিংটনে গিয়েছিলেন। আর সেই রেশ ধরে মঙ্গলবার (স্থানীয় সময় অনুযায়ী) মার্কিন বিদেশ দফতরের প্রিন্সিপাল ডেপুটি মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, ‘গত সপ্তাহে ভারতের তদন্ত কমিটির সঙ্গে মূল্যবান আলোচনা হয়েছে। আমরা যে তদন্ত চালাচ্ছি, সেটা যাতে আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেজন্য আমাদের দুই সরকারের মধ্যে তথ্যের আদানপ্রদান করা হয়েছে। আমরা বিশ্বাস করি যে ভা⛦রতের কমিটি তদন্ত এগিয়ে নিয়ে যাবে।’
‘জবাবদিহিতা না পাওয়া পর্যন্ত সন্তুষ্ট হব না’
তিনি আ�🐓�রও বলেন, 'গত সপ্তাহে আমাদের মধ্যে যে আলোচনা হয়েছে, সেটার ভিত্তিতে ভারত পদক্ষেপ করবে বলে আশা করছি আমরা। আমরা আশা করছি যে (আমরা এটার ফলাফল দেখতে পাব)। আর তদন্তের ফলাফলের বিরুদ্ধে জবাবদিহিতা দেখতে চাই আমরা। আর নিশ্চিতভাবে যতক্ষণ না ওই তদন্ত প্রক্রিয়া থেকে অর্থপূর্ণ জবাবদিহিতা পাওয়া যাচ্ছে, ততক্ষণ আমেরিকা পুরোপুরি সন্তুষ্ট হবে না। আমি এটার থেকে বেশি কিছু বলব না। বাড়তি কোনও তথ্য দেব না। কারণ এই বিষয়টি নিয়ে সক্রিয় তদন্ত চলছে। দু'দেশের তরফে তদন্ত চালানো হচ্ছে।'