LONDON : নীরব মোদীর আইনজীবীর পেশ করা গোপন শুনানির আর্জি খারিজ করে দিল লন্ডꦜনের দ্য ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেটস কোর্꧂ট।
একাধিক ব্যাঙ্ক প্রতারণা মামলায় অভিযুক্ত ভারতীয় ব্যবসায়ী নীরব মোদীর আইনজীবী দলের পেশ করা আবেদনে অনুরোধ জা𓆏নানো হয়েছিল, মামলার সাক্ষী হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অজয় থিপসের যেন গোপন জবানবন্দির ব্যবস্থা করা হয়। সোমবার সেই আর্জি খারিজ করে ব্রিটিশ আদালত।
গত ১৩ মে ভিডিয়ো লিঙ্কের মাধ্যমে ব্🌳রিটিশ আদালতকে থিপসে জানিয়েছিলেন, নীরব মোদীর বিরুদ্ধে ভারত সরকারের অভিযোগ কোনও ভারতীয় আদালতে ধো🌠পে টিকবে না। পরের দিনই নয়া দিল্লিতে সাংবাদিক বৈঠক ডেকে থিপসের মন্তব্যের কড়া সমালোচনা করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশংকর প্রসাদ।
নয়া দিল্ল🌜ির সাংবাদিক বৈঠকে থিপসের বিরুদ্ধে কংগ্রেসের হয়ে প্রচার চালানোর অভিযোগ তোলেন রবিশংকর প্রসাদ। 𓆉;
এর পরেই থিপসের পরবর্তী সাক্ষ্য গোপন রাখার জন্য আবেদন জানান নীরবের আইনজীবী ক্লেয়✤ার মন্টগোমারি। কিন্তু সেই আবেদনে সাড়া দেননি বিচারক স্যামুয়েল গুজ।
অন্য দিকে, বর্তমানে ওয়্যান্ডসওয়র্থ জেলে বন্দি নীরব মোদী ভিডিয়ো লিঙ্কের মাধ্যমে মামলার শুনানিতে হাজিরা দিচ্ছেন বলে জ♎ানা গিয়েছে। আশা ক🍃রা যাচ্ছে, চলতি বছরের শেষে এই মামলার রায় ঘোষণা করবে ব্রিটিশ আদালত।