বাংলা নিউজ > ঘরে বাইরে > রাজীবের প্রয়াণ দিবসে অবাক টুইট, হ্যাক হয়েছে Account, দাবি অধীরের
শনিবার রাজীব গান্ধীর প্রয়াণ দিবস। আর সেদিনই দুপুর ১১টা ২৭ মিনিটে কংগ্রেস নেতা অধীর চৌধুরীর টুইটার হ্যান্ডেলে দেখা গিয়েছিল একটি পোস্ট। সেখানে লেখা ছিল যখন বড় গাছ পড়ে তখন মাটি কেঁপে ওঠে।' When a big tree falls, the ground shakes'. এদিকে এই টুইটকে ঘিরে একেবারে তুমুল শোরগোল পড়ে যায় রাজনীতির বিভিন্ন মহলে। অনেকেরই মনে পড়ে যায় সেই ১৯৮৪ সালের কথা। তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রয়াণের পরে তুমুল অস্থিরতা তৈরি হয়েছিল গোটা দেশে। শিখ বিরোধী দাঙ্গা বেঁধে গিয়েছিল দেশের বিভিন্ন প্রান্তে। আর তখন ঠিক এই মন্তব্যটাই করেছিলেন রাজীব গান্ধী। আর এনিয়ে সেই সময় বিতর্ক কিছু কম হয়নি। আর এতদিন পরে অধীরের টুইট🎃ার হ্যান্ড꧋েলে ভেসে এল সেই লাইনগুলো।