গত সেপ্টেম্বরেই পৃথিবীর মোহ কাটিয়ে নিজের কাঙ্খিত গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছিল আদিত্য এল১ সৌরযান। আর তার প্রায় দু'মাসেরও বেশি সময় পর সূর্যের কিরণকে 'বন্দি' করল ইসরোর সৌরযান। আদিত্য এল১-এ থাকা হাই এনার্জি এল১ অর্বিটিং স্পেক্ট্রোমিটার যন্ত্রের মাধ্যমে আদিত্য এই কাজটা করেছে।