মঙ্গল সকালেই মা দুর্গার কৈলাস গমনের সুর বাজতে শুরু করেছিল। বাঙালির মনে বাজতে শুরু করে বিষাদের সুর। তবে এরই মাঝে উৎসবের মেজাজে জল ঢালতেও নারাজ বাঙালি। তাই বিসর্জনের সুর বাজলেও দমেনি বাঙালি। পঞ্জিকা অনুযায়ী শেষ হলেও বাঙালির মনের ক্যালেন্ডারে এখনও শেষ হয়নি পুজো। আর তারই ছবি ফুটে উঠল দশমীতে।