ম্যাচ শেষে রিচা ঘোষ বলছিলেন, ‘আমার প্ল্যান ছিল উইকেটে এসে সময় নেওয়া এবং ম্যাচটাকে গভিরে নিয়ে যাওয়া। আমি চেয়েছি আমার ন্যাচরাল খেলাই খেলতে। আমরা শুরু থেকেই পজিটিভ ছিলাম, শুরু থেকেই জানতাম এই রান আমরা চেজ করে নিতে পারব। আমাদের প্রস্তুতিও ভালো হয়েছিল, এই ধরণের টার্গেটের বিরুদ্ধে আমরা খেলেছি।’