শুভব্রত মুখার্জি: ২০২৩ সালেই মহিলা আইপিএল চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রো𝄹ল বোর্ড। পুরুষদের মতন ফ্রাঞ্চাইজিভিত্তিক করা হবে এই লিগ। আপাতত ৬টি ফ্রাঞ্চাইজি দল নিয়েই চালু হবে এই লিগ💧। আর লিগ চালু হওয়ার ১০ বছরের মধ্যেই মিতালি রাজদের উত্তরসূরিরা যে বিশ্ব ক্রিকেটে অপ্রতিরোধ্য হয়ে উঠবেন সেকথা মনে করেন তারকা অজি ব্যাটার অ্যালিসা হিলি।
পরের বছর পূর্ণাঙ্গ মহিলা আইপিএল (ডব্লুআইপিএল) হওয়ার বিষয়টি নিয়ে যথেষ্ট উচ্ছ্বসিত অ্যালিসা। তার মতে এই টুর্নামেন্ট ভারতকে ১০ বছরে বিশ্൲ব মহিলা ক্রিকেটে অপ্রতিরোধ্য করে তুলবে। নিউজিল্যান্ডের মাটিতে ওয়েস্ট ইন্ডিজ দলকে হারিয়ে চলতি মহিলা বিশ্বকাপের ফাইনালে পৌঁছনোর পরবর্তীতে এই মন্তব্য করেন অ্যালিসা হিলি। তিনি বলেন 'ডব্লুআইপিএল, পিএসএল হওয়ার কথা ঘোষণা নিঃসন্দেহে মহিলা ক্রিকেটের স্বার্থের জন্য খুব ভাল। মহিলা ক্রিকেটকে আর ও সামনে এগোতে হবে (ডব্লুবিবিএল, কেএসএল, দি হান্ড্রেড)।'
বিগত কয়েক বছর ধরেই মহিলা আইপিএলের পক্ষে সওয়াল করে যাচ্ছেন হিলি। উইকেট রক্ষক ব্যাটার আরও যোগ করেন 'ভারতে ক্রিকেটের উন্নতিতে আইপিএলের ভূমিকা অবিস্মরণীয়। মহিলা আইপি⛎এলের ক্ষেত্রেও বিষয়টা একরকম হবে বলেই আশা রাখছি। মহিলা ক্রিকেটের ক্ষেত্রে পুরো বাজারটাই এখনও 'আনট্যাপড' অবস্থায় পরে। এটা চালু হলে ভারতের ঘরোয়া ট্যালেন্টদের তুলে আনতে অনেকটাই সুবিধা হবে। ভারত আগামী ১০ বছরে এর ফলে মহিলা ক্রিকেট বিশ্বে অপ্রতিরোধ্য হয়ে উঠবে। ঘরোয়া ক্র💯িকেটের উন্নতিও করা দরকার রয়েছে তাদের। ফলে এই ক্রিকেটাররা মঞ্চ পাবে নিজেদের ট্যালেন্ট সামনে তুলে ধরার।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।