পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ মানেই ভারতীয় ক্রিকেটারদের উপর প্রচল চাপ থাকে আগাগোড়া🍸। এমন চ🅘াপের মুখে ঠান্ডা মাথায় ভারতকে ম্যাচ জেতান হার্দিক পান্ডিয়া। প্রথমে বল হাতে ২৫ রানের বিনিময়ে তুলে নেন ৩টি উইকেট। পরে ব্যাট হাতে ১৭ বলে ৩৩ রানের অপরাজিত ইনিংস খেলে টিম ইন্ডিয়ার জয় নিশ্চিত করেন পান্ডিয়া।
শেষ ওভারের চতুর্থ বলে ছক্কা হাঁকিয়ে যেভাবে ভারতের পরিত্রাতা হয়ে দেখা দেন হার্দিক, তাতে আপ্লুত দেখায় ক্যাপ্টেন রোহিত শর্মাকেও। ম্যাচের শেষে সঙ্গত কারণেই পান্ডিয়ার যরপরনাই প্রশংসা শোনা যায় হিটম্যানের মুখে। রো✅হিত স্পষ্ট স্বীকার করে নেন যে, হার্দিকের ব্যাটিং নিয়ে কখনই কোনও প্রশ্ন ছিল না। তবে কামব্যাকের পর থেকে তারকা অল-রাউন্ডার দুর্দন্ত বোলিং করছেন।
পুরস্ক❀ার বিতরণী অনুষ্ঠানে রোহিত বলেন, 'যে থেকে ও (হার্দিক) কামব্যাক করেছে, দুর্দান্ত খেলছে। যে সময়টায় ও দলে ছিল না, খুঁজে বার করেছে শরীরের ౠজন্য কী করতে হবে এবং কীভাবে ফিটনেসের চূড়ায় পৌঁছনো যাবে। এখন অনায়াসে ১৪০ কিলোমিটারে বল করছে।'
পরে তিনি যোগ করেন, ‘ওর ব্যাটিং দক্ষতার কথা সবার জানা। দলে ঢোকা থেকেই ওর ব্যাটিং দুর্দান্ত। এখন ও অনেক ⛦ঠান্ডা মাথায় খেলে এবং কী করতে চায়, সে সম্পর্কে অনেক আত্মবিশ্বাসী। তা সে ব্যাটিং ও বোলিং যে বিভাগেই হোক না কেন।’
শেষে হিটম্যান যোগ করেন, ‘ও যথার্থই জোরে বল করতে পারে। এই ম্যাচেই আমরা দেখেꦍছি কীভাবে শর্ট বল ব্যবহার করল। নিজের খেলাটাকে বোঝাই হল আসল ꦛকথা এবং এখন ও নিজের খেলা আরও ভালো বোঝে। এমন চাপের ম্যাচে ওভার প্রতি ১০ রান তুলতে হলে বিচলিত হয়ে পড়াই স্বাভাবিক। তবে ওকে মুহূর্তের জন্য বিচলিত দেখায়নি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।