দেখতে দেখতে একেবারে শেষের দিকে চলে এসেছে অস্ট্রেলিয়ান ওপেন। একাধিক তারকা ও তরুণ খেলোয়াড় এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিলেন। গোটা টুর্নামেন্ট জুড়ে উঠে এসেছে বেশ কিছু নজরকাড়া পারফরম্যান্স এবং হাড্ডাহাড্ডি ম্যাচ। তবে এদিন অবশেষে এই টুর্নামেন্ট পেয়ে গেল নিজেদের প্রথম জয়ী খেলোয়াড়। মহিলাদের সিঙ্গেলস ফাইনাল জিতে নিলেন বেলারুসের আরিয়া🌜না সাবালেঙ্কা। একেবারে চোখের নিমেষে গুঁড়িয়ে দিলেন নিজের প্রতিদ্বন্দ্বী কিনওয়েন ঝেং। ৬-৩, ৬-২ ফলাফলে জিতলেন তিনি। এক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায় পুরো ম্যাচ। গতবারও এই খেতাব পেয়েছিলেন তিনিই। অর্থাৎ এই নিয়ে পরপর দুবার খেতাব জিতলেন বেলারুসের এই টেনিস তারকা। এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন ভিক্টোরিয়া আজারাঙ্কা। তিনি জিতেছিলেন ২০১২ এবং ২০১৩ সালে।
শনিবার, অর্থাৎ ২৭ জানুয়ারি ছিল অস্ট্রেলিয়ান ওপেন মহিলাদের সিঙ্✱গেলস ফাইনাল। মুখোমুখি হন গতবারের বিজয়ী খেলোয়াড়, তথা বেলারুসের টেনিস তারকা আরিয়ানা সাবালেঙ্কা এবং চীনের কিনওয়েন ঝেং। প্রথমের দিকে সাবালেঙ্কা এগিয়ে গেলেও মাঝে সমতা ফেরান জঙ। তবে শেষ অবধি চীনা তারকা পুরোপুরꦅি ভাবে ঘুরে দাঁড়াতে সফল হননি এবং অবশেষে প্রথম সেট শেষ হয় ৩২ মিনিটের মাথায়। ৬-৩ ফলাফলে ম্যাচে এগিয়ে যান সাবালেঙ্কা। দ্বিতীয় গেমেও চিত্রটা ঠিক একই ধরা পড়ে। সাবালেঙ্কার সার্ভ রীতিমত কষ্ট করে খেলতে দেখা গিয়েছে ঝেংকে। অবশেষে দ্বিতীয় গেমে ৬-২ ফলাফল নিয়ে জয়ী হন সাবালেঙ্কা এবং এর সঙ্গেই তিনি দ্বিতীয় খেলোয়াড় হন যিনি পরপর দুবার অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জেতেন। পাশাপাশি, এই জয় নিয়ে তিনি দশম খেলোয়াড় হন যিনি ডব্লুটিএ স্তরে একাধিক গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। এই জয়ের সঙ্গে সঙ্গে সেরানেকে ছুঁয়ে ফেললেন সাবালেঙ্কা।
প্রসঙ্গত, অস্ট্রেলিয়ান ওপেন টেনিস পড়েছে ১১২তম মরশুমে। চলতি মাসের ১৪ তারিখে শুরু হয়েছে এই টুর্নামেন্ট এবং শেষ হবে ২৮ তারিখে। এই বছর ম্যাচের স্থান হিসেবেꦛ বেছে নেওয়া হয় মেলবোর্নকে এবং খেলাগুলি হচ্ছে মেলবোর্ন পার্ক স্টেডিয়ামে। একঝাঁক তরুণ ও তারকা খেলোয়াড়ের মাঝে, এবার এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেননি জনপ্রিয় টেনিস তারকা রাফায়েল নাদাল।
সম্প্রতি, তিনি 𓄧নিজের এক্স হ্যান্ডেল থেকে এই ঘোষণা করেছেন এবং জানিয়েছেন যে টিয়ার মাসেলের সমস্যার সমাধান করতে তিনি স্পেনে ফি🦄রে চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করবেন এবং প্রয়োজনে অস্ত্রোপচারও করাবেন। এবার দেখার বিষয় সাবালেঙ্কার পর আর কাদের কপালে জোটে জয়ী তকমা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।