শুভব্রত মুখার্জি: নিষিদ্ধ ড্রাগ সেবন করে নিষেধাজ্ঞার কবলে পড়লেন ব্রিটি⭕শ বক্সার আমির খান। মঙ্গলবারেই এই নিষেধাজ্ঞার কবলে পড়তে হল তাঁকে। ইউকে অ্যান্টি ডোপিং এজেন্সির তরফে তাঁকে এই শাস্তির নিদান দেওয়া হয়েছে। সব ধরনের খেলা থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে বক্সার আমির খানকে। নিষিদ্ধ তালিকাভুক্ত ড্রাগ ওস্টারিন সেবন করে এই শাস্তির মুখে পড়তে হল প্রতিভাবান বক্সারকে।
আরও পড়ুন… IPL 2✤023-এ করোন🐈ার থাবা! করোনা পজিটিভ ধারাভাষ্যকার আকাশ চোপড়া
গত ফেব্রুয়ারিতে এক লꦗড়াইতে তিনি মুখোমুখি হয়েছিলেন কেল ব্রুকের। সেই ম্যাচ শেষেই করা হয় তাঁর মূত্র পরীক্ষা। যেখানে তাঁর স্যাম্পেলে পাওয়া যায় ওস্টারিনের উপস্থিতি। উল্লেখ্য ৩৬ বছর বয়সি আমির খান ইতিমধ্যেই অবসর নিয়ে ফেলেছেন। স্বদেশীয় ব্রুকের কাছে ষষ্ঠ রাউন্ডের অতিরিক্ত সময়ে হারের পরেই তিনি অবসর নিয়ে ফেলেছিলেন। গত ফেব্রুয়ারিতে ১৯ তꦗারিখ ব্রুকের বিরুদ্ধে ম্যাচটি হেরে যাওয়ার পরে অবসরের সিদ্ধান্ত নিয়ে নেন তিনি। এরপরেই নিষেধাজ্ঞার কবলে পড়তে হল তাঁকে। এই নিষেধাজ্ঞার পরে যে কোন ধরনের খেলা থেকে তাঁকে দূরে থাকতে হবে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত। ২০২২ সালের ৬ এপ্রিল থেকে এই নিষেধাজ্ঞার কবলে পড়তে হয়েছিল তাঁকে। যা শেষ হবে ২০২৪-এর ৫ এপ্রিল।
আরও পড়ুন… ও না থাকলে ভারত ২০১👍১ বিশ্বকাপ জিতত না- স্পেশাল ক্রিকেটারকে হরভজন সিং-এর কুর্নিশ
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।