আইপিএলের রমরমার মাঝেই ইংল্যান্ডে জোরকদমে চলছে কাউন্টি চ্যাম্পিয়নশিপও। আইপিএল না খেলা অনেক তারকাই এই মরশুম♌ে কাউন্টিতে অংশগ্রহণ করছেন, যাদের মধ্যে রয়েছেন চেতেশ্বর পূজারা, মহম্মদ রিজওয়ান, হাসান আলি, সুরঙ্গা লাকমলরা। তবে এইসব তারাকাদের উপস্থিতির মধ্যেই শিরোনাম কাড়লেন শান মাসুদ।
কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ডিভিশনে পূজারা-রিজওয়ানদের সাসেক্সের বিরুদ্ধে ম্যাচ খেলছে লাকমল, মাসুদের ডার্বিশায়ার। সেই ম্যাচেই টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ডার্বি। দলের হয়ে ওপেন করতে নামেন পাক তারকা শান মাসুদ। ম্যাচের꧃ প্রথম দিনেই তিনি নিজের ডাবল সেঞ্চুরি পূর্ণ করে ফেলেন। সাসেক্সের বিপক্ষে মাত্র ২৭১ বল খেলে ২২ চারের স🌌হযোগিতায় প্রথম দিনের শেষে ২০১ রানে অপরাজিত শান মাসুদ।
কাউন্টিতে প্রথম ম্যাচেও তুখড় ফর্মে ছিলেন শান। প্রথম ম্যাচে দুই ইনিংসে অর্ধশতরান করেছিলেন তিনি। এবার সোজা দ্বিশতরান। এটিই প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর প্রথম দ্বিশতরান। শান মাসুদের পাশাপাশি ওয়েন ম্য়াডসেনও ৮৮ রানে অপরাজিত রয়েছেন। মূলত এই দুইজনের ২৩৬ রানের পার্টনারশিপের সুবাদেই প্রথম দিনের শেষে ডার্বিশায়ারের স্কোর ৩২৭, দুই উইকেটের বিনিময়ে। সাসেক্সের হয়ে🌄 প্রাক্তন ইংল্যান্ড বোলার স্টিভেন ফিন বল হাতে তেমন প্রভাবই ফেলতে পারেননি। প্রথম দিনে ১৮ ওভার বল করে একটিও উইকেট পাননি তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।