কমনওয়েলথ গেমস শুরুর আগে রিং-এর বাইরে তুমুল লড়াই চালিয়েছিলেন লভলিনা বরগোঁহাই। কিন্তু রিং-এর আসল লড়াইয়ে মুখ থুবড়ে পড়লেন তিনি। কোয়ার্টার ফাইনালে বাজে ভাবে হ꧙ারলেন লভলিনা। টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী বক্সারকে ঘিরে ভারত পদকের আশা করেছিল। কিন্তু ৭০ কেজির লাইট মিডল ওয়েটের সেমিফাইনালে উঠতেই পারলেন না লভলিনা।
মহিলাদের ৭০ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনা꧒লে ওয়েলসের রসি এক্লেসের বিরুদ্ধে স্প্লিট ডিসিশনে পরাস্ত হলেন লভলিনা। ভারতের তারকা বক্সার হারলেন ২-৩ ব্যবধানে। যেখানে মহম্মদ হুসামুদ্দিন, নিতু ঘাংঘাসে, নিখাত জারিনেরা পদক নিশ্চিত করে ফেলেছেন, সেখানে লভলিনার ছিটকে যাওয়াটা নিঃসন্দেহে বড় ধাক্কা। প্রসঙ্গত, পুরুষদের ৮০ কেজি বা লাইট হেভিওয়েট বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে হেরে গিয়েছেন ভারতের আশিস কুমারও। তাঁকে ৪-১ ব্যবধানে হারান ইংল্যান্ডের অ্যারন বাওয়েন।
আরও পড়ুন: গেমসে 𓃲যোগ দিতে আদাল꧑তে যেতে হয়েছিল, সেই তেজস্বিন পদক জিতে ইতিহাস লিখলেন
কমনওয়েলথ গেমস শুরুর ঠিক আগে সোশ্যাল মিডিয়ায় ভারতী বক্সিং ফেডারেশনের কর্তাদের বিরুদ্ধে বিস্ফোর꧋ক অভিযোগ এনেছিলেন লভলিনা বড়গোহাঁই। তিনি স্পষ্ট জানিয়েছিলেন যে, গেমস ভিলেজে তাঁকে মানসিকভাবে নির্যাতিত করা হচ্ছে। অলিম্পিক্স পজদকজয়ী ভারতের মহিলা বক্সারের আশঙ্কার কেন্দ্রে ছিলেন তাঁঁর ব্যক্তিগত কোচ সন্ধ্যা গুরুং, যাঁকে গেমস ভিলেজে ঢুকতেই দেওয়া হচ্ছিল না। ফলে তাঁর টুর্নামেন্টের প্রস্ততিতে বাধা পড়ছিল বলে দাবি করেছিলেন লভলিনা।
তারকা বক্সারের অভিযোগের ২৪ ঘণ্টার মধ্যেই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের নির্দেশে প্রয়োজনীয়🍒 ব্যবস্থা নেয় সর্বভারতীয় অলিম্পিক সংস্থা। তারা আপৎকালীন তৎপরতায় লভলিনার কোচের জন্য কমনওয়েলথ গেমস ভিলেজে ঢোকার অনুমতি আদায় করে নেয় আয়োজক সংস্থার কাছ থেকে। এত কিছুর পরেও শেষ রক্ষা করতে পারলেন না লভলি🍸না।
আরও পড়ুন: রুপো জিতলেন তুলিকা, ব্রোঞ্জ সৌরভের, পদ🏅ক নিশ্চিত জারিনের
এ দিকে ষষ্ঠ দিন ভারতের বেশ ভালো কেটেছে। ভারোত্তোলনে লভপ্রীত সিং পুরুষদের ১০৯ কেজি বিভাগে ব্রোঞ্জ পেয়েছেন। তিনি মোট ৩৫৫ কেজি উত্তোলন করেন। ১০৯+ কেজি বিভাগে ব্রোঞ্জ জিতেছেন গুরদীপ সিং-ও। জুডোতে আবার তুলিকা মান মহিলাদের +৭৮ কেজি ফাইনালে পদক নিশ্চিত করেছেন। হকিতে ভারতের মহিলা দল কানাডাকে ৩-২ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। ভারতের ছেলেরা আবার ৮-০ গোলে হারায় কানাডাকে। বক্সিংয়ে মহম্মদ হুসামুদ্দিন, নিতু ঘাংঘাস এবং নিখাত🐷 জারিন পদক নিশ্চিত করেছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।