লড়াকু জয় ✱দিয়ে কমনওয়েলথ গেমস ক্রিকেটে যাত্রা শুরু করল নিউজিল্যান্ড। বি-গ্রুপের প্রথম ম্যাচে দক্ষিণ আ🦩ফ্রিকাকে ১৩ রানে হারিয়ে দেন সুজি বেটসরা।
ক্যাপ্টেন সোফি অল্পের জন্য হাফ-সেঞ্চ♉ুরি হাতছাড়া করেন। নিশ্চিত শতরান মাঠে ফেলে আসেন সুজি বেটস। সংক্ষিপ্ত অথচ কার্যকরী অবদান রাখেন অ্যামেলিয়া কের। বল হাতেও নজর কাড়েন সোফি ডিভাইন।
কমনওয়েলথ ক্রিকেটের তৃতীয়𓃲 ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। তারা নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটের বিনময়ে ১৬৭ রান সংগ্রহ করে। সোফি ডিভাইন ৪০ বলে ৪৮ রান করে আউট হন। সুজি বেটস ৬৪ বলে ৯১ রান করে নট-ܫআউট থাকেন। তিনি ৮টি চার ও ৩টি ছক্কা মারেন। অ্যামেলিয়া ১৬ বলে ২০ রান করে রান-আউট হন।
আরও পড়ুন:- সঙ্কেতের হাত ধরে বার্মিংহ্যামে প্র🧜থম পদক জিতল ভারত, চোট পেয়ে হাতছাড়া সোনা
জবাবে ব্যাট করতে ন𒀰েমে দক্ষিণ আফ্রিকার মেয়েরা ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৫৪ রানের বেশি সংগ্রহ করতে পারেনি। ট্রিয়ন ৩৯, সুন লাস ৩২, লরা উলভার্ট ২৮ ও মিগনন ডু'প্রীজ ২৬ রান করেন।
আরও পড়ুন:- ভারোত্তলন থেকেই এল কমনওয়েলথ গেমসে ভারতেꦡর দ্বিতীয় পদক, এবার পোডিয়ামে গুরুরাজা পূজারি
সোফি ডিভাইন ৪ ওভারে ৩৭ রানের বিনিময়ে ৩টি উ♔ইকেট দখল🐬 করেন। ১টি করে উইকেট নেন জেনসেন, হ্যানা ও অ্যামেলিয়া কের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।