শুভব্রত মুখার্জি: টোকিওতে যে আধিপত্য জামাইকার মহিলা অ্যাথলিট এলাইনে থম্পসন হেরাহ দেখিয়েছিলেন, তার পুনরাবৃত্তি যেন তিনি ঘটালেন চলতি ডায়মন্ড লিগে। এক স্বপ্নের দৌড় তিনি দৌড়ালেন শনিবার রাতে। ১০ মিটারে তিনি সময় ন🀅েন ১০:৫৪ সেকেন্ড। আপাতত বিশ্ব অ্যাথলেটিক্সের মহিলা বিভাগে তিনি দ্বিতীয় দ্রুতত🌞মা। কিংবদন্তি ফ্লোরেন্স গ্রিফিথ জয়নারের বিশ্ব রেকর্ড থেকে একেবারে অল্প পিছিয়ে রয়েছে হেরাহ'র।
প্রসঙ্গত ১৯৮৮ সালে ১০:৪৯ সেকেন্ডে নিজের দৌড় শেষ করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন ফ্লোরেন্স যা এখন ও অক্ষত রয়েছে। উল্লেখ্য টোকিও গেমসে হেরাহ মেয়েদের ১০০ ও ২০০ মিটার উভয় বিভাগেই স൲োনা জিতে 'গোল্ডেন ডাবল'🐲 করেছিলেন।
এ দিন ইউজিন ডায়মন্ড লিগে রেসের শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য বজায় রেখে রেস জেতেন থম্পসন-হেরাহ। উল্লেখ্য টোকিওতে ১০০ মিটারে থম্পসন-হেরাহ সোনা পাওয়ার পাশাপাশি তার দুই স্বদেশীয় সতীর্থা শেলি অ্যান ফ্রেশার রুপো এবং শেরিকা জ্যাকসন ব্রোন্জ্ঞ পদ🐻ক পেয়েছিলেন। এদিন ডায়মন্ড লিগে যেন সেই ফলাফলের পুনরাবৃত্তি ঘটল। চোট সারিয়ে ফিরে আসা আমেরিকার তারকা স্প্রিন্টার শা'চারি রিচার্ডসন এদিন সবার শেষে তার রেস শেষ করেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।