🌳 এখনই শেষ হচ্ছে না আনোয়ার আলির লড়াই! ভবিষ্যতে আরও বড় লড়াই দেখা যেতে পারে, এমনই বার্তা দিলেন দিল্লি এফসি কর্ণধার রঞ্জিত বাজাজ। তিনি এবার সকলকে ধৈর্য ধরারও বার্তা দিলেন। নিজের সোশ্যাল মিডিয়াতে রঞ্জিত বাজাজ লিখলেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির রিপোর্ট যাই আসুক না কেন, খেলা শুরু হবে তারপরে।
꧃ দিল্লি এফসি কর্ণধার রঞ্জিত বাজাজ নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লিখলেন, ‘এটা জানাতে চাই তাদের, যারা শুধু আনোয়ার আলির ভক্ত এবং যারা তাঁকে অনুসরণ করছেন। পিএসসি-র তরফ থেকে আনোয়ার আলি মামলার রায় হয়তো আজ বা আগামীকালের মধ্যে সামনে আসবে, তবে এই সিদ্ধান্তে যেটাই বলা হোক, বা এই রায়ে যেটাই বলা হোক না কেন, অন্য পক্ষ অবশ্যই উচ্চতর পর্যায়ে আপিল করবে।’
আরও পড়ুন… 🍸দেড় ঘণ্টা অপেক্ষা করার পর পেলেন ভাঙা সিট! এয়ার ইন্ডিয়ার উপর রেগে লাল জন্টি রোডস
💮 দিল্লি এফসি কর্ণধার রঞ্জিত বাজাজ আরও লেখেন, ‘তাই বলা যেতে পারে যে পিএসসি-র সিদ্ধান্তকেই চূড়ান্ত ফলাফল ভাবার কোনও কারণ নেই, কারণ এই রায়ের উপর কোনও চূড়ান্ত প্রভাব পড়বে না। তাই প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির রিপোর্ট দেখার পর কারোর খুব খুশি বা খুব দুঃখ করা উচিত নয় ( উভয় পক্ষ) যেহেতু পিএসসি একটি প্রাথমিক সংস্থা এবং এর সমস্ত আদেশের বিরুদ্ধে আপিল করা যেতে পারে। দিল্লি এফসি, ইস্টবেঙ্গল এফসি, মোহনবাগানের লড়াইটা এভাবে চলবে, সামনে আরও অনেক কিছু রয়েছে। এই খেলার নাম ধৈর্য।’ এরপরে নমস্কারের একটি ইমোজি দিয়েছেন রঞ্জিত বাজাজ।
আরও পড়ুন… 𒆙দল পেলেন না হরমন, ব্রিসেবেনে জেমি, মেলবোর্নে দীপ্তি, WBBL ড্রাফটে নির্বাচিত ছয় ভারতীয়
𝕴 রঞ্জিত বাজাজের এই বার্তা সোশ্যাল মিডিয়া ও খেলার দুনিয়াতে বেশ জল্পনা তৈরি করেছে। সকলের প্রশ্ন তাহলে কি প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির সিদ্ধান্ত না মানার ভাবনা এখন থেকেই করে ফেলেছেন দিল্লি এফসি কর্ণধার রঞ্জিত বাজাজ। অনেকে আবার প্রশ্ন করছেন তাহলে কি দিল্লি এফসি ও ইস্টবেঙ্গল আনোয়ার আলিকে নিয়ে আরও বড় লড়াইয়ের কথা এখন থেকেই পরিকল্পনা করছেন। এর মাঝেই অনেকে প্রশ্ন করছেন তাহলে কি প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির রিপোর্ট ফাঁস হয়ে গিয়েছে। তাহলে কি রঞ্জিত বাজাজ আগেই জেনে গিয়েছেন প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির রিপোর্টে অনুযায়ী আনোয়ার আলি ইস্যুতে মোহনবাগান জিতে গিয়েছে।
আরও পড়ুন… ဣরোহিত শর্মা কিন্তু অলস নন- ভারত অধিনায়ককে নিয়ে বড় রহস্য ফাঁস করলেন ভারতীয় আম্পায়ার অনিল চৌধুরী
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।