মোহনবাগানের 🧜নামের সামনে থেকে উঠে গেলেও ভারতীয় ফুটবলে সম্ভবত অস্তিত্ব মুছে যাচ্ছে না 'এটিকে'-র। তবে সেটা ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) নয়। একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কলকাতার একটি সংস্থার হাত ধরে ২০২৩-২৪ মরশুমে আই লিগে খেলতে পারে অ্যাটলেটিকো ডি মাদ্রিদ। যে সংস্থা কাশী থেকে আই লিগ খেলার জন্য বিড পেপার তুলেছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে এবং ওই সংস্থা যদি কোনও দল পায়, তাহলে নয়া দলের꧂ নাম হতে পারে ‘অ্যাটলেটিকো ডি কাশী’। অর্থাৎ আগে ‘অ্যাটলেটিকো ডি কলকাতা’-র সংক্ষিপ্ত রূপ ‘এটিকে’ নামও বজায় থাকবে। তবে বিষয়টি নিয়ে সরকারিভাবে এখনও কোনও ঘোষণা করা হয়নি। পুরোটাই জল্পনার পর্যায়ে আছে।
মঙ্গলবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) তরফে জানানো হয়েছে, আই লিগে সরাসরি খেলার জন্য পাঁচটি দরপত্র জমা পড়েছে। যে তালিকায় আছে কলকাতার ওয়াইএম🅠এস ফিনান্স প্রাইভেট লিমিটেড, পঞ্জাবের নামধারী সিডস প্রাইভেট লিমিটেড, বেঙ্গালুরুর নিমিদা ইউনাইটেড স্পোর্টস ডেভলপমেন্ট প্রাইভেট লিমিটড, দিল্লির কনক্যাটেনেট অ্যাডভেস্ট অ্যাডভাই🌞জরি প্রাইভেট লিমিটেড এবং গুরুগ্রামের বাঙ্কেরহিল প্রাইভেট লিমিটেড। বিশেষজ্ঞরা ওই পাঁচটি দরপত্র খতিয়ে দেখছেন বলে ফেডারেশনের তরফে জানানো হয়েছে।
সেই পরিস্থিতিতে বাংলা সংবাদমাধ্যম এক্সট্রা টাইমের প্রতিবেদনে জানানো হয়েছে, কলকাতার যে ওয়াইএমএস ফিনান্স প্রাইভেট লিমিটেড আই লিগের দলౠে জন্য দরপত্র জমা দিয়েছে, সেই দল আদতে কাশী থেকে দল নামাতে চাইছে। ওই সংস্থার সঙ্গে হাত মিলিয়ে কাশীর দলের সঙ্গে যুক্ত হতে পারে অ্যাটলেটিকো মাদ্রিদ। সেক্ষেত্রে ওই নয়া দলের নামের সংক্꧙ষিপ্ত নাম ‘এটিকে’ থাকবে বলে ওই রিপোর্টে দাবি করা হয়েছে।
আরও পড়ুন: Transfer News: রেকর্𝓡ড অর্থে মোহনবাগানে আসছেন কামিংস, হল সইসাবুদ, নয়া সাইডব্যাককে নিল ইস্টবেঙ্গল
উল্লেখ্য, আইএসএল শুরুর সময় ভারতীয় লিগের সঙ্গে হাত মিলিয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। সেইসময় কলকাতা থেকে যে ফ্র্যাঞ্চাইজি দল ছিল, সেটার নাম হয়েছিল 'অ্যাটলেটিকো ডি কলকাতা'। যেꩲ ফুটবল দলের ২৫ শতাংশ শেয়ার ছিল অ্যাটলেটিকো মাদ্রিদের হাতে। বাকি ৭৫ শতাংশ মালিকানা ছিল আরপিএসজি গ্রুপের মালিক সঞ্জীব গোয়েঙ্কা, হর্ষ নেওটিয়া, উৎসব পারেখ এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাতে। তবে ২০১৭ সালে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল এটিকের। স্প্যানিশ ক্লাবের হাতে যে ২৫ শ𒈔তাংশ শেয়ার ছিল, তা কিনে নিয়েছিলেন গোয়েঙ্কা।
আরও পড়ুন: জুয়ান ফেরান𒁏্দোর উপরেই ভরসা꧋! চ্যাম্পিয়ন কোচের হাতেই ফের দলের দায়িত্ব তুলে দিল মোহনবাগান
তবে ক্লাবের সংক্ষিপ্ত নাম পালটানো হয়নি। রাখা হয়েছিল এটিকে (অ্যাটলেটিকো ডি কলকাতা নয় অবশ্য)। সেইসময় গোয়েঙ্কা দাবি করেছিলেন, ভারতীয় ফুটবলে অ্যাটলেটিকো মাদ্রিদ এক পয়সাও বিনিয়োগ করেনি। শুধু যে ২৫ শতাংশ মালিকানা ছিল স্প্যানিশ ক্লাবের হাতে। সেটাই বেচে দিয়েছে। পরবর্তীতে ২০২০ সালে মোহনবাগানের সঙ্গে এটিকের সংযুক্তিকরণ হয়েছিল। এটিকে মোহনবাগান নাম নিয়ে তিনটি মরশুম খেলেছিল গোয়েঙ্কাদের দল। তবে এখন মোহনবাগানের নামের আগে থেকে ‘এটিকে’ উঠে 🦄গিয়েছে। এখন মোহনবাগান সুপার জায়ান্টস নামে খেলবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।