মোহনবাগানের নামের সামনে থেকে 💞‘এটিকে’ বাদ দেওয়ার দাবিতে সরব সবুজ-মেরুন সমর্থকেরা। দফায় দফায় প্রতিবাদের ঝড় আছড়ে পড়ছে। এমন কী এর ঢেউ পৌঁছে গিয়েছে মোহনবাগান সচিব দেবাশিস দত্তের বাড়ি পর্যন্ত! স্বভাবতই নড়েচড়🌱ে বসেছেন ক্লাব-কর্তারা।
মোহনবাগানের নাম থেকে কি এ বার সরবে ‘এটিকে’🤡? ক্লাবের কর্মসমিতির বৈঠকে ইতিমধ্যে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। প্রয়োজন💦ে আইনি পরামর্শও নেওয়া হবে। তবে সমর্থকদের ক্ষোভের আঁচ থেকে বাঁচতে আপাতত জোড়াতালি দেওয়ার ব্যবস্থা চলছে।
আরও পড়ুন: I-League এও ফিরল হোম-অ্যাওয়ে ফর্ꦜম্যাট, প্রথম ম্যাচেই গোকুলমের মুখোমুখি মহমেডান
মোহমবাগান গত ২ বছর ধরে আইএসএল খেলছে। আর তবে থেকেই মো๊হনবাগানের নামের আগে জুড়েছে ‘এটিকে’। কারণ তারা এটিকে-র সঙ্গে মিলিত হয়েই চুক্তি করে আইএসএল খেলছে। তাই চুক্তি না ভাঙলে ‘এটিকে’ নাম মুছে ফেলা কঠিন।
তবে ‘♑রিমুভ এটিকে’ দাবিতে আন্দোলন লেগেই থাকে। ময়দানে ক্লাব তাঁবু, এমনকী সচিব দেবাশিস দত্তের বাড়ির সামনেও বিক্ষোভ দেখিয়েছেন সমর্থকেরা। এমন কী কলকাতায় আইএসএলের ডার্বিও বয়কটের🐼 ডাক দেওয়া হয়েছিল।
আরও পড়ুন: ইস্টবেঙ্গলকে ২-০ হারিয়ে ট🔥ানা ৭ ꦦনম্বর ডার্বি জিতল এটিকে মোহনবাগান
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।