মোহনবাগানকে শেষবার আইলিগ জিতিয়েছিলেন স্প্যানিশ কোচ কিবু ভিকুনা। এরপর মোহনবাগানকে আইএসএল চ্যাম্পিয়ন করেছিলেন আরেক স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্দো। এবার সেই সবুজ মেরুনের সামনে রয়েছে আরও একবার আইএসএল জয়ের সুযোগ। এবারও দায়িত্বে আরেক স্প্যানিশ বস অ্যান্তোনিও লোপেজ হাবাস। ইতিমধ্যেই দলকে জিতিয়েছেন আইএসএল শিল্ড। এতদিন ক্লাবে যা ঢোকনি। এবার সামনে আরও একটা আইএসএল ফাইনাল। গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা আবারও মাঠে নামছে মুম্বই সিটি এফসির বিপক্ষেই। সেই মুম্বই যাদেরকে হারিয়েই এবারে শিল্ড চ্যাম্পিয়ন হয়েছিল হাবাসের বাগান। একটা টিকিটও আর বাকি নেই। সবুজ মেরুন শিবিরের খেলা দেখার জন্য টিকিটের হাহাকার দেখা দিচ্ছে। ৬০ হাজারের যুবভারতী পুরোপুরি ভরাট থাকবে আজ। কিন্𝔉তু শক্তিশালী মুম্বইকে পরপর দু'বার হারানো আদৌ সম্ভব? মোহনবাগানের শেষ আইলিগজয়ী কোচ কিবু ভিকুনা বলছেন, কাজটা কঠিন হবে। তবে বিদেশী নয়, স্প্য🉐ানিশ কিবুর বাজি বাগানের স্বদেশী ব্রিগেড।
আরও পড়ুন-ISL 2024- আইএসএলে ইস্টবেঙ্গল, মোহনবাগানের বিপক্ষে গোল করা🍰 দিয়ামানতাকোসকে চাইছেন কুয়াদ্রাত
করোনার সময় বেশ কয়েক ম্যাচ বাকি থাকতেই মোহনবাগানকে আইলিগ চ্যাম্পিয়ন করেছিলেন কিবু ভিকুনা। স্প্যানিশ হেডস্যারকে অবশ্য এরপর আর রাখেনি মোহনবাগান। তাতে কি, একবার যারা কলকাতার দলের সঙ্গে কাজ করেন, তারা যতই পেশাদার হন না কেন, ভালোবেসে ফেলেন দুই প্রধানকে। কিবুও তেমনটাই। মুম্বই সিটির এফসির বিপক্ষে ম্যাচের আগে HT বাংলাকে কিবু ভিকুনা বললেন, ‘মোহনবাগান জাতীয় দল, তাই যে প্রতিযোগিতাই খেলতে নামুক ওদের জিততেই হবে। তবে ভারতের জাতীয় দলের এক ঝাঁক ফুটবলার দলে আছে । শুভাশিস, আনোয়ার, সাহাল, মনবীর, লিস্টনরা রয়েছে, এটা প্লাস পয়েন্ট। সঙ্গে কোচ হাবাস। এবারের আইএসএলের দুটো সেরা দলেরই খেলা হচ্ছে। লিগ শিল্ডের ফাইনালে মুম্বইকে হারিয়েছে মোহনবাগান। তবে পরপর দু'বার একটা দলকে হারানো সহজ কাজ হবে না। বরং একটু কঠিনই হবে, তবে মোহনবাগান ফুটবলারদের অবশ্যই ১০০ শতাংশের বেশি দিয়ে স🌼মর্থকদের জন্য ম্যাচটা জিততে হবে’।
আরও পড়ুন-ক্লপ যুগের শেষ, এবার লিভারপুলের দায়িত্বে আ🐼র্নে স্লট
ফিনল্যান্ডের মিডফিল্ডার জনি কাউকোর প্রশংসা করে HT বাংলাকে কিবু আরো বলেন, ‘জনি কাউকোর মতো ফুটবলাররা দলকে সমৃদ্ধ করে, কোচের হাতেও অনেক বিকল্প তৈরি করে। তাই ওর মতো ফুটবলারের দলে ঢোকা খুবই ইতিবাচক দিক ছিল। আশা করব মোহনবাগান এত ভালো একটা মরশুম,ফাইনাল ম্যাচ জিতেই শেষ করবে। শিল্ড জেতার পর এবার আইএসএলের ট্রফিও ঘরে তুলুক মোহনবাগান, এটাই চাই। সমর্♎থকরা প্রতি মূহূর্তে দলকে সমর্থন করে। তাই ওদেরও এটা দায়িত্বের মধ্যেই বর্তায় নিজেদের সেরাটা দিয়ে সমর্থকদের মুখে হাসি ফোটানো’।
আরও পড়ুন💧-এগিয়ে গিয়েও জয় হাতছাড়া, চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে বায়ার্নের সঙ্গে ড্র রিয়ালের
আইএসএলের ইতি🎃হাসে একটা সময় ছিল মুম্বইয়ের বিপক্ষে জিততেই পারত না মোহনবাগান। ২০২💧০-২১ মরশুমে পরপর দু'বার হেরে লিগ শিল্ড এবং ট্রফি দুই হেরেছিল বাগান,এবার জোড়া ট্রফি জিতে মুম্বইয়ের বিরুদ্ধে মধুর প্রতিশোধ নিতে মুখিয়ে লিস্টন কোলাসো, মনবীর সিংরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।