কলকাতা ফুটবল লিগে গড়গড়িয়ে দৌড়চ্ছে মহামেডান স্পোর্টিংয়ের বিজয়রথ। এই নিয়ে লিগের তিনটি ম্যাচে🏅 মাঠে নেমে তিনটিতেই জয় তুলে নেয় তারা। মঙ্গলবার পাঠচক্রকে নিজেদ🍸ের তৃতীয় ম্যাচে কার্যত খড়কুটোর মতো উড়িয়ে দেয় সাদা-কালো ব্রিগেড।
আইজল থেকে আসা ডেভিড লালানসাঙ্গার হ্যাটট্রিকে প্রথম ম্যাচে কলকাতা ফুটবল ক্লাবকে ৭-০ গোলে বিধ্বস্ত করে মহামেডান। দ্বিতীয় ম্যাচে ইউনাইটেড স্পোর্টসকে ১-০ গোলে পরাজিত করে তারা। মহামেডানের পরিཧত্রাতা ছিলেন সেই ডেভিড। এবার ঘরের মাঠে প্রিমিয়র ডিভিশনে নিজেদের তৃতীয় ম্যাচে পাঠচক্রকে ৪-০ গোলে উড়িয়ে⛦ দেয় মহামেডান স্পোর্টিং। উল্লেখযোগ্য বিষয় হল, এদিনও প্রতিপক্ষের জালে বল জড়ান লালানসাঙ্গা।
মঙ্গলবার ব্ল্যাক প্যান্থার্সদেরꦬ হয়ে গোলের খাতা খোলেন ডেভিডই। ম্যাচের ২৬ মিনিটের মাথায় লালানসাঙ্গার গোলে ১-০ এগিয়ে যায় মহামেডান। চলতি ক൲লকাতা লিগে ডেভিডের এটি তিন ম্যাচে পঞ্চম গোল। পাঠচক্রের বিরুদ্ধে প্রথমার্ধে আর কোনও গোল করতে পারেনি মহামেডান। ১-০ গোলে এগিয়ে থেকেই তারা বিরতিতে যায়।
ম্যাচের দ্বিতীয়ার্ধে ৩টি গোল করে মহামেডান স্পোর্টিং। ৬১ মিনিটের𒈔 মাথায় দলের হয়ে দ্বিতীয় গোল করেন বিকাশ সিং। ২-০ গোলে লিড নেয় মহামেডান। ৮৪ মিনিটে ব্যারেটোর গোলে ব্যবধান বাড়িয়ে ৩-০ করে তারা। ম্যাচের একেবারে শেষবেলায় দলের হয়ে চতুর্থ গোলটি করেন সুজিত সিং। তিনি ৮৯ মিনিটের মাথায় পাঠচক্রের জালে বল জড়ান।
সুতরাং, লিগের তিনটি ম্যাচে মহামেডান গোল 🍒করে সাকুল্যে ১২টি। তারা এখনও পর্যন্ত একটিও গোল হজম করেনি।
মহামেডানের প্রথম একাদশ: ছেত্রী (গোলকিপার), সামাদ (ক্যাপ্টেন🃏), জেমস, দীপু, আদিঙ্গা, তন্ম🅠য়, রেমসাঙ্গা, অভিষেক, বিকাশ, ডেভিড ও ব্যারেটো।
এদিন লিগের অন্য ম্যাচে ডায়মন্ডহারবার এফসি ২-০ গোলে হারিয়ে দেয় কলকাতা ফুটবল ক্লাবকে। ম্যাচের প্রথমার্ধেই ২টি গোল করে ডায়মন্ডহারবার। ১৫ মিনিটের মাথা𝓡য় দলের হয়ে প্রথম গোল করেন রাহুল পাসওয়ান। ৩৩ মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি আসে সৌরভ ভানওয়ালার পা থেকে।
ইউনাইটেড স্পোর্টস এদিন ১-০ গোলে পরাজিত করে সাদার্ন সমিতিকে। একমাত্র গোলটি করেন সৌগত হাঁসদা। পিয়ারলেস ক্লাব ১-০ গোলে হারি🍨য়ে দেয় টালিগঞ্জ অগ্রগামীকে। দলের দয়ে জয়সূচক গোলটি করেন সজন সাহানি। কাস্টমস ক্লাব ২-১ গোলে জয় তুলে নেয় এরিয়ানের বিরুদ্ধে। কাস্টমসের হয়ে ১টি করে গোল করেন সুরজিৎ হাঁসদা ও বিষ্ণু। এরিয়ানের হয়ে একমাত্র গোলটি করেন সৈকত সরকার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।