কলকাতা লিগে টানা দ্বিতীয় ম্যাচে জয় পেল মহমেডান স্পোর্টিং। শনিবার নিজেদের মাঠেই ইউনাইটেড স্পোর্টসকে🍷 ১-০ গোলে হারায় তারা। ম্যাচের একমাত্র গোলদাতা ডেভিড লালানসাঙ্গা। দ্বিতীয়ার্ধে জয়সূচক গোলটি করেন ডেভিড। দু’ম্যাচে ছয় পয়েন্𓃲ট হল মহমেডানের।
ডেভিড লালানসাঙ্গা আইজল থেকে মহমেডানে এসে যেন ফুল ফোটাচ্ছেন। সাদা-কালো জার্সিতে দুরন্ত ছন্দে রয়েছেন তিনি। দুই ম্যাচে চার গোল করে ফেলেছেন মণিপুরের ফুটবলা📖র। নিজেদের প্রথম ম্যাচেই কলকাতা ফুটবল ক্লাবের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন। এদিন করলেন জয়সূচক গোল।
আরও পড়𒁃ুন: সাহালের সঙ্গে ৫ বছরের চুক্তি মোহনবাগানের, কেরল তারকা এখন থেকেই ডার্বির ভাবনায় ডুবে
শনিবার দুপুর থেকেই বৃষ্টি শুরু হওয়ার কারণে মহেমেডান মাঠের বেহাল দশা হয়ে যায়। যদিও বর্ষায় ময়দানের নতুন বিষয় নয়। তবে কাদা মাঠে খেলতে গিয়ে সমস্যায় পড়ে সাদা-কালো ব্রিগেড। যে কারণে তাদের লড়াইটাও কঠিন হয়ে যায়। রীতিমতো লড়াই করেই এদিন গোল পেতে হয়েছে মহমেডানকে। যে কারণে আগের ম্যাচের মতো সহজে জয় পায়নি তারা। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে গোল মুখ খোলেন ডেভিড। স্বস্তি পান মেহরাজউদ্দিন ওয়াডু।❀
খেলা শুরুর পর থেকে একাধিক সুযোগ তৈরি হলেও, গোল আসেনি। কাদা মাঠের সমস্যার ꧂কারণেই গোলমুখে গিয়েও বল জালে জড়াতে পারছিল না তারা। একাধিক সুযোগ তৈরি হল🍃েও, প্রথমার্ধে খেলার ফল ছিল গোলশূন্য। প্রথমার্ধে বল পজেশন ইউনাইটেডই এগিয়ে ছিল। তবে গোল লক্ষ্য করে শট মহমেডানের চেয়েই বেশি ছিল।
আরও পড়ুন: হতশ্রী, দিশেহারা ফুটবল লাল-হলুদের, ইস্টবেঙ🍨্গলকে আটকে দিল রেনবো
প্রথম সুযোগ ১৬ মিনিটে। সামনে ফাঁকা গোল পেয়েও বাইরে মারেন ডেভিড। দ্বিতীয় সুযোগও পাহাড়ি ফুটবলারের। ম্যাচের ২৪ মিনিটে ডেভিডের হেড ফিস্ট করে বাঁচান ইউনাইটেড স্পোর্টসের গোলকিপার রাজা বর্মন। তার তিন মিনিটের মধ্যে আবার সুযোগ। ২৭ মিনিটে ব্যারেটোর শট তালুবন্দি করেন ইউনাইটেড কিপার। এর আগে গোলের সুযোগ নষ্ট করেন সুজিত সিং। তার দু'মিনিটের মাথায় ২৯ মিনিটে কাউন্টার অ্যাটাকে গোলের সুযোগ পেয়েছিল ইউনাইটেড। কিন্তু বাইরে মারেন তারক 🐠হেমব্রেম।
প্রথমার্ধের একটা সময় আক্রমণের ঝাঁঝ বেশি ছিল সাদা কালো ব্রিগেডের। কিন্তু বিরতির ঠিক আগে চেপে ধরে ইউনাইটেডও। দ্বিতীয়ার্ধেও দুই দলের সামনেই সুযোগ এসেছিল। ম্যাচের ৬২ মিনিটে সহজ গোল মিস ব্যারেটোর। সুযোগ পেয়েছিল ইউনাইটেডও। কিন্তু লাভ হয়নি। ম্যাচের ৭০ মিনিটে অভিষেকের ফ্রিকিক লক্ষ্যভ্রষ্ট হয়। অবশেষে ম্যাচের ৭৮ মিনিটে কর্নার থেক꧑ে বক্সে বল ভাসিয়েছিলেন অভিষেক হালদার। সেখান থেকে ভলিতে গোল করেন ডেভিড। বাকি সময়টা নিজেদের রক্ষণ ধরে রেখে সময় কাটিয়ে দেয় মহমেডান।শেষ দিকে সমতা ফেরানোর সুযোগ পায় ইউনাইটেড। কিন্তু ম্যাচের ৮৩ মিনিটে সৌরভ মুর্মুর শট বাইরে যায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।