প্রথম ম্যাচে ইকুয়েডরকে হারিয়ে চমক দিয়েছিল ভেনিজুয়েলা। কোপার দ্বিতীয় ম্যাচে ভেনিজুয়েলা দিল আপ বড় চমক। বিশ্ব ফুটবলকে তাক লাগিয়ে মেক্সিকো হারিয়ে। যে মেক্সিকো নাকি কোপা আমেরিকার অন্যতম দাবিদার ছিল। সলোমন রন্ডোনের একমাত্র গোলে মেক্সিকোকে ১-০ গোলে হারিয়ে আ𒐪র্জেন্তিনার পর💯 দ্বিতীয় দল হিসেবে কোপার কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ভেনিজুয়েলা।
রন্ডোন পেনাল্টি থেকে গোল করেছিলেন। সেটি নিঃসন্দেহে⛎ ভেনিজুয়েলাকে অক্সিজেন দিয়েছে। তবে তাদের✱ এই জয়ে সবচেয়ে বড় ভূমিকা রয়েছে গোলরক্ষক রাফায়েল রোমোর। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত তার বীরত্বে গোল হজম করেনি ভেনিজুয়েলা। ছ'টি দুর্দান্ত সেভ করেছেন। এর মধ্যে রয়েছে ৮৭ মিনিটে এক অবিশ্বাস্য পেনাল্টি ঠেকানোও।
আরও পড়ুন: ছন্নছাড়া, পরিকল্পনাহীন ফুটব𓂃ল, গোল মিসের বহর- কꦬোস্টারিকার কাছে আটকে গেল ব্রাজিল
তবে গ্রুপ ‘বি’ থেকে আরও একটি দেশ সুযোগ পাবে শেষ আﷺটে যাওয়ার। তাই এই ম্যাচে হারলেও, পরের রাউন্ডে সুযোগ থাকছে মেক্সিকোর সামনে। কারণ শেষ ম্যাচে মেক্সিকো মুখোমুখি হবে ইকুয়েডরের। দুই দ🐻লেরই পয়েন্ট ৩ করে। যে দল জিতবে, তারাই যাবে পরের রাউন্ডে। ড্র হলে গোল পার্থ্যকে এগিয়ে থাকায় সুবাদে ইকুয়েডর চলে যাবে শেষ আটে। তাই মেক্সিকোকে ইকুয়েডরের বিরুদ্ধে জিততে হবে। এখনও পর্যন্ত একটিও ম্যাচ জিততে পারেনি এই গ্রুপের চতুর্থ দল জামাইকা। তাদের শেষ ম্যাচ ভেনিজুয়েলার বিরুদ্ধে।
ভেনিজুয়েলা আবার নিজেদের দু'টি ম্যাচেই জিতেছে। প্রথম ম্যাচে তারা ইকুয়েডরকে হারিয়েছিল। ৬ পয়েꩵন্ট নিয়ে কোয়ার্টারে উঠল তারা। এর আগে গ্রুপ এ থেকে ৬ পয়েন্ট নিয়ে কোয়ার্টারে উঠেছে আর্জেন্তিনা। একটি করে ম্যাচ বাকি থাকতেই কোয়ার্টারে জায়গা পাকা করল এই দুই দেশ।
মেক্সিকোর বিরুদ্ধে গোল করেন ভেনেজুয়েলাꦺর সালমন রন্ডন। পেনাল্টি থেকে গোল করেন তিনি। তবে মেক্সিকোর কাছেও সুযোগ ছিল বৃহস্পতিবার অন্তত একটি পয়েন্ট পাওয়ার। ৮৭ মিনিটের মাথায় পেনাল্টি পেয়েও গোল করতে ব্যর্থ হন ওরবেলিন পিনেডা। কিন্তু তা আটকে দেন ভেনেজুয়েলার গোলরক্ষক রাফায়েল রোমো।
প্রথমার্ধে ভেনিজুয়েলা-মেক্সিকো দুই দলই বেশ আক্রমণাত্মক ফুটবল খেলে। তবে গোলের মুখ খুলতে পারেনি কোনও দলই। এর মাঝেই বেশ কয়েক বার উত্তপ্ত হয়ে♊ছে মাঠের পরিবেশ, তর্কে জড়িয়েছেন দুই দলের ফুটবলাররাই। দ্বিতীয়ার্ধে আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠেছিল লড়াই। ৫৭ মিনিটে গোলের মুখ খোলেন ভꦓেনিজুয়েলা। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন সলোমন রন্ডোন।
আরও পড়ুন: জামাইকার বিরুদ্ধে কষ্টসাধ্য ꦛজয় দিয়ে অভিযান শুরু ম🐻েক্সিকোর, ১০ জনের ইকুয়েডরকে হারাল ভেনিজুয়েলা
ম্যাচের একেবারে শেষ মুহূর্তে অবশ্য সমতা ফেরানোর দারুণ সুযোগ𒅌 পেয়ে গিয়েছিল মেক্সিকো। ৮৭ মিনিটে ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টি পায় তারা। তবে পিনেদার দুর্বল শট দুর্দান্ত সেভ করে ভেনিজুয়েলার লিড ধরে রাখতে সাহায্য করে তাদের গোলকিপার রোমো। সেই সঙ্গে ১-০ জয়ের হাত ধরেই কোয়ার্টার ফাইনাল নিশ্চি🔴ত করে ভেনিজুয়েলা।
ভেনিজুয়েলা এদিন জিতে যাওয়ায়, জামাইকা এ বারের প্রতিযোগিতা থে♓কে ছিটকে গেল। তাদের পক্ষে আর কোনও ভাবেই পরের রাউন্ডে যাওয়া সম্ভব নয়। কারণ ইকুয়েডর এবং মেক্সিকো ম্যাচ ড্র হলেও এক পয়েন্ট করে পাবে। তখন এই দুই দলের চার পয়েন্ট হবে। ভেনিজুয়েলাকে হারালেও, জামাইকা তিন পয়েন্টের বেশি পাবে না। ফলে কোপা থেকে ছিটকে গেল জামাইকা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।