ISL-এ খাতায় কলমে শক্তিশালী দল গড়লেও এখনও এক ম্যাচেও জয় পায়নি ইস্টবেঙ্গল এফসি। এরই মধ্যে শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্ট-এর মুখোমুখি হবে তারা। তাই বড় ম্যাচের আগে দলের ফুটবলারদের উজ্জীবিত করতে বৈঠক করে লাল-হলুদ ম্যানেজমেন্ট। বৈঠক উপস্থিত ছিলেন শীর্ষ কর্তা দেবব্রত সরকার, ক্লাবের সভাপতি সহ ইমামি গোষ্ঠীর কর্তারা। এছাড়াও উপস্থিত ছিলেন অন্তর্বর্তী কোচ বিনো জর্জ সহ গোটা দল। মূলত লাগাতার ৪ ম্যাচ হারের পর খেলোয়♛াড়রা যাতে মানসিক ভাবে ভেঙে না পড়েন সেটা নিশ্চিত করার জন্যই বৃহস্পতিবার বৈঠক ডাকা হয়। এদিন বিকেলে অনুশীলন শেষে ক্লাব তাঁবুতেই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বিনিয়োগকারী সংস্থা ইমামির তরফে হাজির ছিলেন আদিত্য আগরওয়াল, সন্দীপ আগরওয়াল, বিভাস আগরওয়াল আর মণীশ গোয়েঙ্কা।
বৈঠকে শেষে দেবব্রত সরকার বলেন, ‘আমরা এসেছিলাম প্লেয়ারদের এনকারেজ করতে, ওদের সঙ্গে কথা বলতে, দ্যাটস ইট’। এই মুহূর্তে ইস্টবেঙ্গলের অবস্থা খুব একটা ভালো নয়। বারবার হোঁচট খেতে হয়েছে তাদের। ইস্টবেঙ্গল শেষ জয় পেয়েছিল ডুরান্ড কাপের গ্রুপ পর্বে। এরপর ডুরান্ডের কোয়ার্টার ফাইনাল হোক কিংবা ACL ২-এর যোগ্যতা অর্জন পর্ব বা ISL, সব জায়গায় হারের মুখ দেখতে হয়েছে ক্লেটনদের। তাই এইরকম পরিস্থিতিতে ফুটবলারদ🦄ের মনোবল তলানিতে থাকবে সেটা আঁচ করতে পেরেছে ক্লাব কর্তারা। মোহনবাগানের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে নামার আগে আনোয়ারদের তাই কিছুটা ভোকাল টনিক দিয়ে গেলেন নীতু সরকাররা। তাঁরা ভালোভাবেই জানেন, মোহনবাগানের বিরুদ্ধে জয় গোটা দলের চিত্রটাকেই পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা রাখে।
প্রসঙ্গত, লাগাতার ব্যর্থতার জেরে লাল-হলুদের কোচের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন ‘প্রফেসর’ কার্লস কুয়াদ্রাত। তাই শেষ ম্যাচে জামশেদপুরের বিরুদ্ধে দলের কোচের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন বিনো জর্জ। কিন্তু সেই ম্যাচেও পরাজিত হয় ইস্টবেঙ্গল। ভালো খেলেও ক্লেটনের একাধিক গোলের সুযোগ নষ্টের খেসারত দেয় দল। এবার দেখার মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচে এই মরশুমের ISL-এর প্রথম জয়টি ছিনিয়ে নিতে পারে কিনা ইস্টবেঙ্গল এফসি। এখনও পর্যন্ত ২০২৪-২৫ ISL মরশুমে মোহনবাগান সুপার জায়ান্ট ৪ ম্যাচ খেলে ২টিতে জয় পেয়েছে, ১টি করে ম্যাচ ড্র করেছে এবং হেরে🥃ছে। সব মিলিয়ে ৭ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে রয়েছে তারা। অন্যদিকে ইস্টবেঙ্গল এখনও ১ পয়েন্ট অর্জন না করতে পারায় লিগ টেবিলে সবার নিচে রয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।