স্বাধীনতা দিবসের আগে থেকেই লাল-হলুদ তাঁবুতে সাজো সাজো রব পড়ে গিয়েছে। তার কারণ আগামী বুধবার ইস্টবেঙ্গল ক্লাবে উদ্বোধন হতে চলেছে ‘রাজা সুরেশ চন্দ্র চৌধুরি মেমোরিয়াল আ🍌র্কাইভে’র। যে অনুষ্ঠানে হাজির থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
কলকাতার প্রথম কোনও ক্লাবে এমন মহাফেজখানার নির্দশন হতে চলেছে। ক্লাবের সঙ্গে জড়িত বিভিন্ন পুরনো জিনিস থাকবে সেখানে। ক্লাব সহ-সচিব রূপক সাহা রবিবার সাংবাদিক বৈঠকে বলেছেন, পুরনো দিনের খেলার ভিডিয়ো যেমন মহাফেজখানায়ﷺ থাকবে, তেমনই খেলোয়াড়দের জার্সি, বুট-সহ একাধিক জিনিস রাখা থাকবে। ক্লাবের সম্পর্কিত বিভিন্ন বই, তথ্য, সংবাদপত👍্রের প্রতিবেদনও রাখা হবে।
আরও পড়ুন: শনিবার সকালে শহরে চলে এলেন ইস্টবেঙ্গ😼লের প্রথম বিদেশি কিরিয়াকু, বাকিরা আসবেন কবে?
শুধু এখানেই শেষ নয়। ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানিয়েছেন, পঞ্চপাণ্ডবের মূর্তি থাকবে এই মহাফেজখানায়। পাশাপাশি রাখা হবে প্রাক্তন কিংবদন্তি ফুটবলার কৃশানু দে-র খেলা শেষ ♔ম্যাচের বুটও।
আরও পড🌃়ুন: হাউসফুল যুবভারতীতেই সম্ভবত ডার্বি, ইস্ট-মো𒁃হন ম্যাচের টিকিট নিয়ে বড় ঘোষণা
যাঁর নামে এই মহাফেজখানা, সেই সুরেশ চন্দ্র চৌধুরির পরিবারকেও আমন্ত্রণ জানানো হয়েছে। উদ্বোধনের পরের দিন থেকেই এই মহাফেজখানা সাধারণের জন্য খুলে দেওয়া হবে। দুপুর দুটো থেকে সন🐼্ধে ছ’টা পর্যন্ত খোলা থাকবে। কোনও ছাত্র, গবেষক বা অন্য কেউ যদি এই মহাফেজখানার কোনও জিনিস ব্যবহার করতে চান, লিখিত আবেদনে🥃র ভিত্তিতে সেই অনুমতি দেওয়া হবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।