হেরেই চলেছে ইস্টবেঙ্গল। পুরো দলটাই যেন বড় বেশি আগোছালো। ক✅ারও মধ্যে কোনও বোঝাপড়া নেই। যার খেসারতও ইস্টবেঙ্গলকে দিতে হচ্ছে ম্যাচ হেরে। রক্ষণের হাল যতটা বেগতিক, ততটাই তথৈবচ দশা আক্রমণ ভাগের। মাঝমাঠের মধ্যেও নেই কোনও সামঞ্জস্য। এর পরেও কী ভাবে ম্যাচ জয়ের স্বপ্ন দেখে ইস্টবেঙ্গল?
ম্যাচ হারের হ্যাটট্রিকের পরেও অবশ্য দলের পাশে ছাতার মতো রᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚয়েছেন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত। ফুটবলারদের পাশে দাঁড়িয়ে ত🎃িনি দাবি করেছেন, তাঁর দল খারাপ খেলছে না। কিছু ছোটখাটো ভুলের জন্যই এ ভাবে বারবার হারতে হচ্ছে তাদের। তবে দলের রক্ষণ নিয়ে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন কুয়াদ্রাত।
ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ ম্যাচের পরღে সাংবাদিক সম্মেলনে বলেছেন, ‘আমরা খারাপ খেলছি, এটা ঠিক নয়। আমরা বেঙ্গালুরুতে যেমন ভালো ফুটবল খেলেছি, তেমনই গোয়ার বিরুদ্ধেও অনেকটা সময় ভালো খেলেছি। কেরালার বিরুদ্ধেও দ্বিতীয়ার্ধে আমরা ভালোꦯ খেলেছি। তবে কেরালা যথেষ্ট ভালো দল। ওরা আমাদের দুর্বলতাগুলোকে কাজে লাগিয়ে নিতে পেরেছে। আমরা অনেকগুলো ভালো সুযোগ পেয়েছিলাম। কিন্তু সেগুলো কাজে লাগাতে পারিনি। পেনাল্টিও মিস করেছি। তবে ডিফেন্সে আমাদের আরও শক্তিশালী হতে হবে। ও ভাবে দু'টো গোল খাওয়া ঠিক হয়নি।’
পেনাল্টি পেয়ে, সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে মিস করেন ক্লেটন সিলভা। তাও একবার নয়, রিটেক নেওয়ার সুযোগ পেয়ে দ্বিতীয় বারও পেনাল্টি মিস করে বসেন ক্লেটন। খেলার শেষ মুহূর্তে পেনাল্টি থেকে একটি গোল তিনি করেছিলেন বটে, তবে ততক্ষণে সব শেষ। তিনি খলনায়ক হয়ে উঠেছেন। কারণ প্রথম পেনাল্টিটা মিস করার পরেই, ফের গোল হজম করতে হয় লাল-হলুদকে। সেই পেনাল্টি থেকে ক্লেটন যদি গোল মিস না করতেন, তবে 💜খেলার ফল হয়তো অন্য রকম হতে পারত!
এ ভাবে পেনাল্টির সুযোগ হাতছাড়াꦫ হওয়ায় অবশ্য খুশি নন ইস্টবেঙ্গলের কোচ। তবে দ্বিতীয় বারও ক্লেটন পেনাল্টি মারতে যাওয়ায় খুশি তিনি। বলেন, ‘ও যে অধিনায়ক হিসেবে দলের সঙ্গে রয়েছে, তা প্রমাণ করে দিল ক্লেটন। ভুল আমাদের সবারই হতে পারে, এটা আমাদের মানতে হবে। কিন্তু ওর মানসিকতায় যে কোনও ভুল ছিল না, এটা বলতেই হবে। দ্বিতীয় বার পেনাল্টি নিতে গিয়ে ও দলকে এই বার্তাই দেয় যে, হাল ছাড়া যাবে না।’
তবে তিনি চান এই ব্যর্থতা থেকে তাঁর দলের ছেলেরা শিক্ষা নিক এবং নিজেদের প্রমাণ করতে পরের ম্যাচগুলোতে ঘুরে দাঁড়াক। কুয়াদ্রাত বলেছন, ‘এটাই তো নিজেদের প্রমাণ করার সময়। ছেলেদের নিজেদের চারিত্রিক দৃঢ়তার পরিচয় দিতে ꧃হবে এবং নিজেদের প্রমাণ করতে হবে। ওদের যে এই ক্লাবে খেলার যোগ্যতা আছে, তা প্রমাণ করতে হবে ওদেরই। এই সময়ে আমাদের আরও পয়েন্ট অর্জন করা উচিত ছিল। আমরা এর জন্য অনেক পরিশ্রমও করেছি অনুশীলনে। কিন্তু ফুটবলে এ রকম হয়েই থাকে। এমন নাটক, এমন আবেগময় ঘটনা হয়েই থাকে। পরপর দু'টো পেনাল্টি মিস না করলে আমরা ১-১ করে দিতে পারতাম। দলের মধ্যে একটা মানসিক সমস্যা কাজ করছে। তবে ফুটবল এমনই। সব কিছু পিছনে ফেলে, পরের ম্যাচে আমাদের মাঠে ফিরতেই হবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।