সম্ভবত ইংল্যান্ডের বর্তমান সময়ের দুই সেরা দল ম্যাঞ্চেস্টার সিটি ও লিভারপুল। প♓্রিমিয়র লিগ খেতাবে জন্য তো তারা লড়ছেই এবার এফএ কাপের জন্যও একে অপরের মুখোমুখি হবে দুই ইংলিশ জায়ান্টস। পৃথিবীর সবথেক পুরনো ফুটবল কাপের সেমিফ▨াইনালে একে অপরের বিরুদ্ধে মাঠে নামবে পেপ গুয়ার্দিওলার ম্যান সিটি ও জুরগেন ক্লপের লিভারপুল
রবিবার (২০ মার্চ) সন্ধ্যায় লিভারপুলের আগে মাঠে নামে ম্য়াঞ্চেস্টার সিটি। সাউদাম্পটনের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচে স💙িটির মতো এক দলের খুব একটা অসুবিধে হওয়ার কথা ছিল না। সেইমতো রাহিম স্টার্লিং ১২ মিনিটেই সিটিকে এগিয়েও দেন। তবে পিছিয়ে পড়ে তুখর লড়াই শুরু করে সেন্টসরা। প্রথমার্ধে একের পর এক সুযোগ তৈরি করেন তারা। শেষমেশ প্রথমার্ধের ইনজুরি টাইমে মহম্মদ এলুনুসির ক্রস থেকে আত্মঘাতী গোল করে সাউদাম্পটনকে𒅌 সমতায় ফেরান আয়মেরিক লাপোর্ত।
তবে দ্বিতীয়ার্ধে নিজেদের ছন্দ ফিরে পায় সিটি। গ্যাব্রিয়েল জিসুসকে সালিসু পেনাল্টি বক্সে ফাউল করার পর সিটিকে এগিয়ে দেন কেভিন ডি'ব্রুইন। ꦉপরিবর্ত হিসাবে মাঠে নামা দুই ফুটবলার ফিল ফডেন এবং রিয়াদ মাহরেজ যথাক্রমে ৭৫ ও ৭৮ মিনিটে দুই গোল করে সিটিকে ৪-১ ব্যবধানে জয় এনে দেন। অপরদিকে, লিভারপুলকে নিজেদের কোয়ার্টার ফাইনাল ম্যাচ জিততে বেশ কাঠখড় পোড়াতে হয়।
নটিংহ্যাম ফরেস্টের বিরুদ্ধে এই ম্যাচ🧜ের জন্য ক্লপ দলের দুই তারকা সাদিও মানে এবং মহম্মদ সালাহকে বেঞ্চেও রাখেননি। তবে ভার্জিল ভ্যান ডাইক, দিয়োগো জোটার মতো তারকার প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন। নির্বিষ প্রথমার্ধে দুই দলের কেউই তেমন সুযোগ তৈরি করতে পারেনি। তবে দ্বিতীয়ার্ধের ছবিটা ছিল অন্যরকম। লাগাতার হাই লাইন খেলা লিভারপুলকে বেশ চাপেই ফেলছিল ফরেস্ট।
ম্যাচের ৭৬ মিনিটে কার্যত ফাঁকা গোলে ট্যাপ ইন করে ফরেস্টকে এগিয়ে দেওয়🐷ার সুযোগও পান ডেন ফিলিপ। কিন্তু তিনি তাঁর শট গোলেই রাখতে পারেননি। তার দুই মিনিট পরেই অপরদিকে কোস্টাস সিমিকাসের ক্রস থেকে জোটা ম্যাচের একমাত্র গোলটি করেন। ফরেস্টের হয়ে এরপরেও রায়ান ইয়েটস লিভারপুল পেনাল্টি বক্সে ফ্রি হেডারে গোল করার সুযোগ পেয়েছিলেন। তবে তিনি নিজের শট সোজা লিভারপুল গোলরক্ষক অ্যালিসনের হাতে মারেন।
এফএ কাপের আরেক কোয়ার্টার ফাইনালে লিভারপুলেরই আরেক দল এভারট🐷নকে একেবারে ৪-০ গোলে পর্যদুস্ত করল ক্꧅রিস্টাল প্যালেস। প্যালেসের প্রথমার্ধে মার্ক গুয়েহি ও জিন-ফিলিপ মাটেটা দুই গোল করেন। দ্বিতীয়ার্ধের দুই গোল আসে উইলফ্রেড জাহা ও উইল হিউজের পা থেকে। রোমুলে লুকাকু ও হাকিম জিয়েখের গোলে আগেই মিডলসবরোকে হারিয়ে সেমিতে পৌঁছে গিয়েছিল চেলসি। তাদের বিরুদ্ধেই খেলবে প্যালেস। ১৬ এপ্রিল সেমিফাইনালের ম্যাচগুলি হওয়ার কথা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।