মেক্সিকোর বিরুদ্ধে জয়ের গুরুত্বপূর্ণ গোল করার পর নতুন করে বিতর্কে জড়াতে দেখা যাচ্ছে আর্জেন্তাইন সুপারস্টার লিওনেল মেসিকে। এটা বিজয়ের পরে সেলিব্রেশনের একটি মুহূর্ত যেখানে মেসি এমন কিছু করেছেন যে কারণে গোটা মেক্সিকো মেসির বিরুদ্🐻ধে চলে গিয়েছে। শনিবার মেক্সিকোর বিরুদ্ধে জয়ের পর ড্রেসিংরুমেℱ ছিল মেসিদের সেলিব্রেশন করতে দেখা যায়। তখন মেসির পায়ের কাছে মেক্সিকো দলের জার্সি পড়ে ছিল। যেটিকে মেসি পায়ে করে সরিয়ে দিয়েছেন বলেও অনেকে মনে করেছেন।
মেক্সিকো দলের সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়ে মেসির সমালোচনা করছেন। মেক্সিকান বক্সার ক্যানেলো আলভারেজ টুইটারে বলেছেন যে মেসি মেক্সিকান জার্সি দিয়ে মেঝে ঝাড়ছিলেন। এটা মেক্সিক🅺ানদের জন্য অসম্মানজনক। সে যেন আমার সামনে পড়ে না যায় সে জন্য ভগবানের কাছে প্রার্থনা করা উচিত। মেক্সিকোকে সম্মান করা উচিত যেমন আমি আর্জেন্তিনাকে সম্মান করি।
আরও পড়ুন… সেলিম মালিক স্বার্থপর ছিলেন, চাকরের মতন ব্যবহার করত: বিস্ফোরক ওয়াসিম আক্র꧙ম
আসলে ম্যাচের পর মেক্সিকান খেলোয়াড়ের সঙ্গে জার্সি বদল করেন মেসি। মনে হয় লকার রু🃏মে জুতা খুলতে গিয়ে অসাবধানতা෴বশত তার পা মেঝেতে পড়ে থাকা জার্সির ওপর পড়ে যায়। মেসির সমর্থনে মাঠে নেমেছেন আর্জেন্তিনার প্রাক্তন ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো।
ক্যানেলোর টুইটের জবাবে তিনি বলেন,‘লড়াইয়ের অজুহাত খুঁজবেন না,মিস্টার ক্যানেলো।’ আপনি ফুটবল সম্পর্কে কিছুই জানেন না। লকার রুমে,শার্টটি খুলে মেঝেতে রাখা হয় কারণ এটি ঘামে ভিজে গেছে। প্রাক্তন স্পেনের খেলোয়াড় ফাবার্গেস বলেছেন – ড্রেসিংরুমে টি-শার্ট মেঝেতে থাকা সাধারণ ব্যাপার। বেশিরভাগ খেলোয়াড🀅়ই এটি করেন,কারণ এর পরে সেটি লন্ড্রিতে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন… ডারবান সুপার জায়ান্টস দলের অধিনায়ক নির্💛বাচিত হলেন কুইন্টন ডি'কক
শনিবার মেক্সিকোকে ২-০ গোলে হারিয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্তিনা। এই জয়ে আর্জেন্তিনা দলের ফিফা বিশ্বকাপের রাউন্ড অফ ১৬-এ ওঠার আশা অটুট রয়েছে। আগামী ৩০ নভেম্বর পোল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্তিনা। দলটি সেই ম্যাচে জিতলে গ্র♐ুপের শীর্ষে থেকে রাউন্ড অফ ১৬-এ খেলার যোগ্যতা অর্জন কไরবে। একই সঙ্গে ড্র হলে দলটিকে অন্য দলের ফলাফলের ওপর নির্ভর করতে হবে। পোল্যান্ডের বিরুদ্ধে হার আর্জেন্তিনার জন্য কঠিন করে দিতে পারে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।