বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > India vs Brazil: সাম্বা ঝড়ে ০-৫ বিধ্বস্ত হয়ে একরাশ লজ্জা নিয়ে ছিটকে গেল ভারত
India vs Brazil: সাম্বা ঝড়ে ০-৫ বিধ্বস্ত হয়ে একরাশ লজ্জা নিয়ে ছিটকে গেল ভারত
3 মিনিটে পড়ুন Updated: 17 Oct 2022, 10:05 PM ISTTania Roy
U-17 Women’s World Cup 2022: বিশ্বমঞ্চে টানা তিন ম্যাচে বিশ্রি হার। সঙ্গে তিন ম্যাচে ১৬ গোল হজম। মেয়েদের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের ভারতের প্রাপ্তি একরাশ লজ্জা আর হতাশা।
সেমিতে যাওয়ার কোনও আশা ছিল না। প্রথম দুই ম্যাচ হারের পরেই যাবতীয় স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। তবু শেষ ম্যাচে ভারতের মেয়েরা চেয়েছিল গোল করে অন্তত নিজেদের মান রক্ষা করতে। কিন্তু সে সব কিছুই হল না। বরং সাম্🔯বা ঝড়ে🐓 ভারত ৫ গোলের মালা পরে ময়দান ছাড়ল। নিঃসন্দেহে ভারতীয় ফুটবল একরাশ হতাশায় ডুবে গেল এ দিন।
17 Oct 2022, 10:05 PM IST
গ্রুপের শেষ ম্যাচেও বিশ্রি হার ভারতের
ভারতের ꦫস্বপ্ন অধরাই থাকল। গ্রুপ লিগের কোনও ম্যাচেই গোল করতে পারল না💯 তারা। বরং সব ম্যাচের গোলের মালা পরে মাঠে ছাড়ল। ব্রজিলের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচেও ৫ গোলের মালা ঝুলিয়ে মাঠ ছাড়লেন ভারতের মেয়েরা। খালি হাতে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ শেষ করল ভারত। তিনটি ম্যাচে মোট ১৬ গোল হজম করতে হল ভারতকে। একরাশ হতাশা নিয়ে টুর্নামেন্ট শেষ করল টিম ইন্ডিয়া।
17 Oct 2022, 09:59 PM IST
পঞ্চম গোল ব্রাজিলের
৯০ মিনিটে লারা তাঁর দ্বিতীয় গোল করলেন! বাক্সের ডান প্রান্ত থেকে তিনি এটিকে উপরের-বাম কোণে উড়তে দেয়! মেলোডি বিরক্তিকর! ইনজুরি টা🍸ইমে নিজের দ্বিতীয় এবং দলের হয়ে পঞ্চম গোল করেন লারা। পেনাল্টি এরিয়া থেকে বল ক্লিয়ার করতে ব্যর্থ ভারত। দূরপাল্লার শট থেকে ফের পরাস্ত মেলোডি।
17 Oct 2022, 09:57 PM IST
০-৪ গোলে পিছিয়ে ভারত
৮৬ মিন꧂িটে দুরন্ত গোল ব্রাজিলের। বক্সের কিনারায় বাঁ দিক থেকে পাস পান লারা। সেটা ধরে দুরন্ত গোলে ৪-০ করলেন তিনি। ভারত ০-৪ ব্রাজিল।
17 Oct 2022, 09:44 PM IST
সাম্বা ঝড়ো ভারতের থরহরিকম্প
ব্যবধান বাড়ানোর মরিয়া চেষ্টা চালাচ্ছে ব্র🍬াজিল। ভারতের বেহাল দশা। পেনাল্টি এরিয়া ও তার আশেপাশে চাপ 𝔍বজায় রেখেছে ব্রাজিল। বিপদ কাটানোর চেষ্টায় ভারত।
17 Oct 2022, 09:17 PM IST
আরও এক গোল হজম
আরও এক গোলে এগিয়ে গেল ব্রাজিল। রেবেকার পাস থেকে বক্সের বাইরে বল পায় অ্যালাইন🌊। জোরালো শট একটু বেঁকে জালে জড়িয়ে গেল। দ্বিতীয় গোল অ্যালাইনের। ভারতীয় গোলকিপারকে সুযোগই দিল না। অ্যালাইনের ♔এই গোল টুর্নামেন্টের সেরা হতে পারে। ০-৩ পিছিয়ে গেল ভারত।
17 Oct 2022, 09:06 PM IST
দ্বিতীয়ার্ধের খেলা শুরু
🌳প্রথমার্ধে ০-২ পিছিয়ে ভারত। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গিয়েছে। ভারত কি পারবে বাকি ৪৫ মিনিটে খাতা খুলতে? নাকি শূন্য হাতে একরাশ লজ্জা নিয়ে ফিরতে হবে ভারতকে?
17 Oct 2022, 08:57 PM IST
বিরতিতে ০-২ পিছিয়ে ভারত
বিরতির আগে ০-২ পিছিয়ে ভারত📖। আর ব্রাজিলও মরিয়া বড় ব্য়বধানে জিততে। সেমিতে যেতে হলে ব্রাজিলকে এই ম্যাচ জিততেই হবে। প্রথমার্ধে হতাশাজনক পারফরম্যান্স ভারতের! মোটের উপর বিরতির আগে ম্যাচের পুরো রাশই ছিল ব্রাজিলের হাতে! ভারত কিছু দূরপাল্লার শট খেলেছে। কিন্তু ব্꧋রাজিলিয়ান গোলরক্ষককে চাপে ফেলতে পারেনিয
বার্চন 𓄧১১তম মিনিট♛ে গোলের সূচনা করেন, এর পর ৪০ মিনিটে অ্যালাইন আরও একটি গোল করেন।
বিরতিতে খেলার ফল: ভারত ০ : ব্রাজিল ২
17 Oct 2022, 08:52 PM IST
দ্বিতীয় গোল হজম করল ভারত
ম্যাচের ৪১ মিনিটে অ্যালাইন বক্সের ডান দিক থেকে একটি কাট ব্যাক পায় এবং সহজেই ভারতীয় গোলরক্ষককে অতিক্রম করে জালে বল জড়ায়! ভারতের দুর্বল ডিফেন্সের🍸 পক্ষে সেটা প্রতিহত করার ক্ষমতা ছিল না! তার বদলে ভারতীয় বক্সে চরম বিশৃঙ্খলা দেখা যায়! বিরতির আগেই ২-০ এগিয়ে গেল ব্রাজিল।
17 Oct 2022, 08:43 PM IST
গোলশোধের মরিয়া প্রচেষ্টা ভারতের
গোলের মুখ কার্যত খুলেই ফেলেছিꦡল ভারত। ডান দিক থেকে ক্রস পেয়েছিলেন নেহা। সেই বল ধরেই গোলের জন্য শট নেন। তবে সেই শট সোজা গিয়ে জমা হয় ব্রাজিল গোলকিপারের হাতে।
17 Oct 2022, 08:37 PM IST
৩০ মিনিট পার, ১-০ এগিয়ে ব্রাজিল
ম্যাচের ৩০ মিনিট পার হয়ে গিয়েছে। ব্যবধান বাড়ানোর জন্য মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছে ব্রাজিল। ক্যারল এবং ফ্লাবিয়ার শট রুখে দিলেন ভারতের গোলকিপার মেলোডি চানু𓆉।
17 Oct 2022, 08:35 PM IST
ব্রাজিলের আক্রমণে ছত্রখান ভারতের রক্ষণ
অনিতা একা লড়াই চালাচ্ছে ভার💯তের হয়ে। কিন্তু একার লড়াইয়ে ব্রাজিলের সঙ্গে এঁটে ওঠা কার্যত অসম্ভব। ডান দিক থেকে আক্রমণের ঝড় তুলছে ব্রাজিল। 🎉রীতিমতো কাঁপছে টিম ইন্ডিয়া।
17 Oct 2022, 08:26 PM IST
১-০ এগিয়ে গেল ভারত
শুরুতেই গোল হজম করল ভারতীয় টিম। সাম্বা ঝড় আটকে রাখতে পারল না বেশিক্ষণ। ম্যাচের ১১ মিনিটেই গোল হজম করে ভারত। ১-০ এগিয়ে গেল ব্রাজিল। মাঝমাঠ থেকে আমরোর পাস। ডান দিক থেকে ক্রস করে গোল বার্চনের। ৭২ শতাংশ🍷 বল পজেশনে এগিয়ে রয়েছে ব্রাজিল।
17 Oct 2022, 08:19 PM IST
জেতার জন্য মরিয়া ব্রাজিল
ভারꦍতের রক্ষণে রীতিমতো চাপ তৈরি করছে ব্রাজিল টিম। ভারতের রক্ষণ কিন্তু নড়বড় করছে। ভারꦜতের মেয়েদের পা থেকে বল কেড়ে নিয়ে বারবার আক্রমণের ঝড় তুলছে ব্রাজিল।
17 Oct 2022, 08:08 PM IST
শুরু হল ম্যাচ
ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের নিজেদের 𒆙শেষ তথা নিয়মরক্ষার ম্যাচে নেমে পড়ল ভারত। আজ কি চমক দিতে পারবে ভারতের মেয়েরা?
আয়োজক দেশ হিসেবে ব🌌িশ্বকাপে খেলার সুযোগ। সেই পড়ে পাওয়া সুযোগও কাজে লাগাতে ব্যর্থ মেয়েদের অনূর্ধ্ব ১৭ ভারতীয় দল। মার্কিন যুক্তরাষ্ট্র এবং মরক্কোর বিরুদ্ধে পরপর দু'টি ম্যাচে হার। দুই প্রতিপক্ষের বিরুদ্ধে একটিও গোল করতে পারেনিꩵ ভারতের মেয়েরা। ফলস্বরূপ গ্রুপ পর্ব থেকেই বিদায়। অন্তত ১ পয়েন্টের আশা করেছিলেন কোচ থমাস ডেনার্বি। কিন্তু তিনি হতাশ। আজ গ্রুপ পর্বের শেষ এবং বিশ্বকাপে ভারতের অন্তিম ম্যাচে প্রতিপক্ষ ব্রাজিল।
17 Oct 2022, 07:44 PM IST
ভারতের লক্ষ্য
এখনও শেষ চারের টিকিট হাতে পায়নি ব্রাজিল। আজকের ম্যাচ তাঁদের জিততেই হবে। অন্যদিকে ভারতের একমাত্র লক্ষ্য ব্রাজিলের জালে বল জড়ানো। অনেকেই হয়তো গোল হজম করা নিয়ে আতঙ্কে রয়েছেন। আমেরিকার কাছে আট গোল খাওয়া দল ব্রাজিলের কাছে ক'টা গোল খাবে? ফুটবল মহলে এই প্রশ্নই হয়তো ঘুরপাক খাচ্ছে। কিন্তু ♌আশ্চর্যজনকভাবে এই নিয়ে ভাবছেনই না থমাস ডেনার্বি। ভারতের সুইডিশ কোচের লক্ষ্য মাত্র একটা গোল। সেটা পাওয়ার পাঠ পইপই করে অঞ্জলী, নেহা, লিন্ডাদের পড়াচ্ছেন তিনি।