লিগ শিল্ডের লড়াইয়ের পর, এবার আইএসএল ফাইনালেও মোহনবাগান এসজি-মুম্বই সিটি এফসি-র দ𝓀্বৈরথ। মুম্বইয়ের সামনে একদিকে প্রতিশোধ নেওয়ার পালা। অন্যদিকে মোহবাগানের সামনে শিল্ড জয়ের পর, কাপ জয়ের হাতছানি। তারাও ইত😼িহাসে নাম তুলতে মরিয়া।
সোমবার নিজেদের ঘরের মাঠে দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয় লেগে এফসি গোয়াকে ২-০ হারিয়ে ফাইনালে উঠে পড়ে মুম্বই। এদিনের ম্যাচ ড্র করতে পারলেই, ফাইনালে পৌঁছে যেত তারা। কারণ সেমির প্রথম লেগে ৩-২ জিতেছিল মুম্বই-ই। কিন্তু এত🌼 কমে 🧸সন্তুষ্ট হওয়ার পাত্র নয় দিয়াজরা। সোমবার ফের তারা ২-০ জেতায়, মোট ৫-২-এর ব্যবধানে জিতে ফাইনালে উঠল মুম্বই। আগামী শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে লিগ টেবলের দুই শীর্ষস্থানীয় দলের মধ্যেই হবে আইএসএলের কাপ দখলের লড়াই।
আরও পড়ুন: বড় ধাক্কা খেল মোহনবাগান,𒊎 চার ম্যাচ নির্বাসিত সাদিকু, পাওয়া যাবে না ISL ফাইনালে
২০২০-২১ আইএসএল মরশুমে শিল্🌼ড ও কাপ একসঙ্গে জিতেছিল মুম্বই। এবং এটিকে মোহনবাগানকে হারিয়েই আইএসএলের দ্বিমুকুট জিতেছিল তারা। সেই রেকর্ড স্পর্শ করার হাতছানি এবার বাগানের সামনে। সেই সঙ্গে তিন বছর আগে আইএসএল শিল্ড এবং কাপ মুম্বইয়ের জন্য একসঙ্গে হাতছাড়া হওয়ার আফসোস মিটিয়ে, জোড়া হারের বদলা নেওয়ার সুযোগ থাকছে সবুজ-মেরুন শিবিরের সামনে♕।
সোমবার মুম্বই এবং গোয়ার মধ্যে ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ছিল। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৯ মিনিটে জর্জ পেরেরা দিয়াজ এগিয়ে দেন মুম্বইকে। কর্নার থেকে হেড করে গোলের দিকে বল ঠেলে দিয়েছিলেন মুম্বই অধিনায়ক রাহুল ভেকে। কিন্তু তা ব্লক হয়ে ফিরে আসে দিয়াজের কাছে। সেই ফিরতি বল জালে জড়াতে ক✃োনও ভুল করেননি দিয়াজ। ৮৩ মিনিটে লালিয়ানজুয়ালা ছাংতে ব্য়বধান দ্বিগুণ করেন। বাঁ দিক থেকে বিক্রম প্রতাপ সিংয়ের লো ক্রস যায় ছাংতের কাছে। ঠাণ্ডা মাথায় তা গোলে ঠেলে দেন তিনি।
আরও পড়ুন: হাবাসের 'মিডাস টাচ'কে কৃতিত্ব পেত্রাতোসের, ট্র☂িপলের ভাবনায় ডুবে কামিন্স
এদিকে আইএসএলের সেমিফাইনালের দ্বিতীয় লেগের লড়াইটা অনেক বেশি কঠিন ছিল মোহনবাগানের জন্য। ফাইনালে উঠতে হলে, সেমিফাইনালের দ্বিতীয় লেগে দু'গꦍোলের ব্যবধানে জিততে হত সবুজ-মেরুন ব্রিগেডকে। তবে রবিবার যুবভারতীতে ওড়িশা এফসিকে ২-০ গোলেই হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে অন্তোনিও লোপেজ হাবাসের দল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।