শুভব্রত মুখার্জি: শনিবার আইএসএলের মঞ্চ সাক্ষী থাকল একাধিক গোলের। নর্থ ইস্ট বনাম চেন্নাইয়িন ম্যাচে যখন একদিকে হল মোট ১০ টি গোল. তখন টুর্নামেন্টের অন্য ম্যাচে ওড়িশা এফসিকে তিন গোল দিল এফসি গোয়া। ১০ জনের ওড়িশা এফসির বিরুদ্ধে ৩-০ গোলে সহজ জয় ছিনিয়ে নিল গোয়া। পন্ডিত জহরলাল নেহরু স্টেডিয়ামে এ দিনের ম্যাচে দ্বিতীয়ার্ধ🦄ে দুরন্ত পারফরম্যান্স করে গোয়া। আর সেই পারফরম্যান্সে ভর করেই তাঁরা ম্যাচে সহজ জয় পায়।
আরও পড়ুন: গোল করতে না পারার খেসারত, হায়দরাবাদের কাছে 𝐆হারল লাল-হলুদ
চলতি মরশুমে এটি এফসি গোয়ার পঞ্চম জয়। এ দিনের ম্যাচে গোয়ার হয়ে গোল করেন ব্রাইসন ফার্নান্ডেজ, নোয়া সাদাউই এবং আলভারো ভাসকেজ। উল্লেখ্য নিজেদের ঘরের মাঠে চলতি মরশুমে এটি গোয়ার তৃতীয় জয়। এই জয়ের ফলে তাঁরা ক্রমতালিকায় পঞ্চম স্থানে উঠে এল। ফলে ৯ ম্যাচ শেষে তাদের সংগ্রহ এখন ১৫ পয়েন্ট। এ দিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে শুরুটা করে ওড়িশা এফসি। ছয় মিনিটের মাথায় তাঁরা প্রায় গোল পেয়ে গ💧িয়েছিল। ক্রেসপো একটি দুরন্ত শট নেন। গোললাইন থেকে সেই শট দুর্দান্ত ভাবে ব্লক করে দেন আনোয়ার আলি।
আরও পড়ুন: অন্তত ১ পয়েন্ট পাওয়া উচি💮ত ছিল- গোলের সুযোগ নষ্টের জন্য হাহুতাশ EB কোচের
১৮ মিনিটে ফের গোল করার সুযোগ এসে গিয়েছিল জোসেফ গোমবাওয়ের ছেলেদের কাছে। বক্সের বাইরে থেকে নেওয়া নন্দকুমার শেখরের শট গোলপোস্টে লাগে। প্রথমার্ধে গোয়াও গোল করার দু'টো ভালো সুযোগ পায় । তবে ত𝓀াঁরা তা কাজে লাগাতে পারেনি। ফলে প্রথমার্ধের খেলা গোলশূন্য ভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক শুরু করে গোয়া। ৫০ মিনিটের মধ্যেই তারা দু'টি গোল করার সুযোগ পান। 🍰তবে গোলের মুখ তখন তারা খুলতে পরেনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।