মোহনবাগানের খেলা দেখতে ১২,৬০০ কিলোমিটার পথ পেরিয়ে সান ফ্রান্সিসকো থেকে কলকাতায় এলেন এক সমর্থক। তিনি প্রথমে সান ফ্রান্সিসকো থেকে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন। সেখান থেকে কলকাতার বিমান ধরেন। সোশ্যাল মিডিয়ায় তিনি নিজের দুটি টিকিটের ছব🉐ি পোস্ট করে গৌরব রায় নামে ওই মোহনবাগান সমর্থক বলেছেন, ‘দশম আইএসএল ফাইনালের জন্য আজ সকলের একটাই গন্তব্য যুবভারতী ক্রীড়াঙ্গন। যে টিমকে ভালোবাসি, আমরা এরকম কাজই করি আমরা। (আমি𝔉) যুবভারতী ক্রীড়াঙ্গনে যাচ্ছি।’
তাঁর সেই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যা দ🍰েখে আপ্লুত হয়ে গিয়েছেন মোহনবাগান সমর্থকরা। এক সবুজ-মেরুন সমর্থক বলেন, ‘জিতিয়ে এসো, জয় মোহনবাগান।’ ওই পোস্টের নীচে মোহনবাগানের অপর এক ফ্যান ব𒊎লেন, ‘স্যালুট আপনাকে।’ অনেকেই আবার বলতে থাকেন, ‘জয় মোহনবাগান।’
আজ মোহনবাগান ফ্যানদের গন্তব্য যুবভারতী
আইএসএলের শেষ দুটি ম্💮যাচে যুবভারতী পুরোপুরি মোহনভারতীতে পরিণত হয়েছিল। লিগ শিল্ডের ‘ফাইনাল’ ম🍎্যাচে ৬১,০০০-র বেশি দর্শক যুবভারতীতে গিয়েছিলেন। সেমিফাইনালে ওড়িশা এফসির বিরুদ্ধে দ্বিতীয় লেগে সেই সংখ্যাটা ৬২,০০০ ছাড়িয়ে গিয়েছিল। ফাইনালের টিকিট নিয়ে অবশ্য কিছুটা ক্ষোভ তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে যে ‘ফুটবল স্পোর্টস ডেভলপমেন্ট লিমিটেড’ (এফএসডিএল) সব টিকিট ছাড়েনি। ফলে টিকিট নিয়ে রীতিমতো হাহাকার দেখা দিয়েছে।
মোহনবাগা🔯ন সমর্থকদের একাংশ দাবি করেছেন 🐎যে তাঁরা ম্যাচের টিকিট পাননি। তবে টিকিট না পেলেও তাঁরা যুবভারতীর বাইরে যাবেন বলে দাবি করেছেন। কেউ-কেউ আবার দাবি করেছেন যে প্রচুর দামে টিকিটের কালোবাজারি করা হচ্ছে। এক মোহনবাগান সমর্থক সোশ্যাল মিডিয়ায় একটি ছবি (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস) পোস্ট করে দাবি করেছেন যে ২০০ টাকার টিকিটের জন্য ১,৩৫০ টাকা হাঁকা হচ্ছে।
আরও পড়ুন: ISL 2024: ‘অসুস্থ শর🌞ীরেই আজ মাঠে যাব,জিতলেই রবিবার লাঞ্চে চিংড়ি’, প্ল্যা♎ন তৈরি জয় সরকারের
একজন আবার বলেন, ‘হতে পারে আপনার কাছে বাড়তি টিকিট আছে, যেটা আপনি দামের দামে অন্য কাউকে দিয়ে দিতেꦗ চাইছেন, তাতে কোনও প্রবলেম নেই। কিন্তু ১৫০ টাকার টিকিট ৫০০ বা ৩০০ টাকার টিকিটের জন্য ৭০০ টাকা হাঁকছেন❀ - এটা একটা ক্রাইম।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।