টানা তিন ম্যাচে জয়। পয়েন্ট টেবিলের একেবারে শীর্ষে পৌঁছে গেল 🌊কেরালা ব্লাস্টার্স এফসি। হায়দরাবাদ এফসিকে ১-০ গোলে উড়িয়ে দিল কেরলের এই দলটি। এবারের টুর্নামেন্টে বেশ ছন্দেই রয়েছে তারা। টানা তিন ম্যাচ জয় ছিনিয়ে নিল কেরালা ব্লাস্টার্স। এই জয়ের হ্যাটট্রিক করতে সাহায্য করলেন দ্রিনচিক। এই 🐠ম্যাচে একটি মাত্র গোল করেন তিনি। টানা ম্যাচ জিতলেও এখনও পর্যন্ত এই মরশুমে একটি ম্যাচে হারের মুখ দেখতে হয়েছিল তাদের। তবে সেই ধাক্কা কাটিয়ে দুর্দান্ত কামব্যাক করে এগিয়ে চলেছে কেরলের এই দল। সেই সঙ্গে নিজেদের দাপট অব্যাহত রাখছে। সম্প্রতি, কেরালা ব্লাস্টার্সের ফুটবল দলের হেড কোচ ইভান ভূকমানভিচ একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, দলের ফুটবলাররা দর্শকদের নিজেদের একশো শতাংশ দিয়ে খেলতে প্রস্তুত। এদিনও ঠিক সেটাই করলেন।
শনিবার হায়দরাবাদের মুখোমুখি হয় কেরালা ব্লাস্টার্স। হোম গ্রাউন্ডে দর্শকদের সমর্থন ছিল চোখে পড়ার মতো। খেলা শুরুর প্রথম দিকে বল নিজের নিয়ন্ত্রণে রাখতে সফল হয় হায়দরাবাদ। পরে ৪১ মিনিটের মাথায় এড্রিয়ান লুনার দুর্দান্ত পাসে হায়দরাবাদের জালে বল জড়াতে সফল হন ডিফেন্ডার মিলস দ্রিনচিক। এরপর একাধিকবার গোল করার সুযোগ পায় হলুদ শিবির। তবে শেষ পর্যন💮্ত সফল হয়নি তারা। গোটা ম্যাচ জুড়ে হায়দরাবাদ খুব একটা সুযোগ পায়নি গোল করার।
দ্রিনচিকের আগে জোনাথন মোয়া একটি সুযোগ পেয়েছিলেন হায়দরাবাদকে ম্যাচে এগিয🌄়ে দেওয়ার। তবে শেষ পর্যন্ত সেই সুযোগ হাতছাড়া হয়। প্রসঙ্গত, গোটা টুর্নামেন্ট জুড়েই হায়দরাবাদ সেই ভাবে প্রভাব ফেলতে পারেনি। সাতটি ম্যাচে এখনও পর্যন্ত করতে পেরেছে মাত্ܫর চারটি গোল। এদিন গোল করার পাশাপাশি দুটি ট্র্যাকেল ও চারটি ক্লিয়ারেন্সের জেরে ম্যাচের সেরা হন দ্রিনচিক।
উল্লেখ্য, এরপর কেরালা ব্লাস্টার্সের পরবর্তী ম্যাচ চেন্নাইন এফসির বিরুদ্ধে এই মাসের ২৯ নভেম্বর। অন্যদিকে, হায়দরাবাদ এফসি মুখোমুখি হবে গতবারের বিজয়ী দল মোহনবাগান সুপার জায়েন্টের সঙ্গে। আগামী ২ ডিসেম্বর ভুবনেশ্বরে কলিঙ্গ স্টেডিয়ামে হবে সেই ম্যাচ। এবার দেখার বিষয়, শেষ পর্যন্ত কেরল গোটা টুর্নামেন্ট জুড়ে নিজেদের দাপট এবং দুর্দান্ত খেলা অব্যাহত রাখতে পারে কিনা। অন্যদিকে, নজর থাকবে হায়দরাবাদের উপরও, তারা শেষ পর্যন্ত নিজেদের গোলের খড়া কাটাতে পারেন কিনা। প্রসঙ্গত, গত মরশুমেও খুব একটা ভালো ফল করেনি হায়দরাবাদ। এই মরশুম🍸েও ঠিক তেনটাই দেখা মিলছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।