শনিবার যুবভারতীতে মুম্বই সিটি এফসি-কে হারিয়ে ত্রিমুকুট জয়ের স্বপ্ন দেখছেন মোহনবাগানের সমর্থকের𝓰া। আর এই স্বপ্নটা যে দিমিত্রি পেত্রাতোসকে ঘিরেই তৈরি হচ্ছে তা মোহনবাগান অনুশীলনেই পরিষ্কার। এবারও দুরন্ত ছন্দে রয়েছেন অস্ট্রেলিয়ার তারকা ফুটবলার।
কী বললেন দিমিত্রি পেত্রাতোস?
২২ ম্যাচে ১০টি গোল করে ফেলেছেন তিনি। অ্যাসিস্ট করেছেন সাতটি। সেই কারণেই মোহনবাগানের অনুশীলন দেখতে আসা সমর্থকরা দিমিত্রির জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা💧 করেছিলেন। যখন তিনি 𝔉অনুশীলন শেষে মাঠ ছাড়ছেন, তখন সকলেই তাঁকে বলেন গোল চাই, জিততে হবে। সমর্থকদের সামনে আশ্বাসবাণী দেন দিমিত্রি, তিনি বলেন, ‘ফাইনালে জিতে আমরাই চ্যাম্পিয়ন হব।’
আরও পড়ুন… একদিন আগেই নিয়েছিলেন ৩ উইকেট তারপরেই… জন্মদি꧙নের দুই সপ্তাহ আগেই মারা গেলেন ২০ বছর বয়সি ক্রিকেটার
কেমন ছিল মোহবাগানের অনুশীলন?
তবে দিমিত্রির ভবিষ্যদ্বাণী সঠিক হবে কিনা তা সময় বলবে, তবে ফাইনালের আটচল্লিশ ঘণ্টা আগে বেশ সতর্ক কোচ আন্তোনিয়ো লোপেস হাবাস। রণকৌশল ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় ক্লোজ ডোর অনুশীলন করান তিনি। সূত্রের খবর, দিমিত্রি পেত্রাতোসকে সামনে রেখেই অনুশীলন করান হাবাস। সঙ্গে দুই প্রান্ত ধরে মনবীর সিং, লিস্টন কোলাসোর দৌড়টা ঝালিয়ে নিলেন। মাঝমাঠে জনি কাউকো, সাহাল আব্দুল সামাদকে দেখে নিয়েছেন তিনি। এদিন হাবাসের অনুশীলনে সেট🐽পিস এবং বল পজিশনের উপর বাড়তি জোর দেওয়া হয়েছিল। জোর দেওয়া হল পেনাল্টি শুটআউটে। ছাংতে এবং বিপিন সিংয়ের দৌড় আটকাতে শুভাশিস বসুকে তৈরি করা হয়।
অনুশীলনে হাবাসের কৌশল কী ছিল?
এই প্র্যাকটিসের সময় মাঠের ৫০০ মিটারের মধ্যেও কাউকে ঘেঁষতে দেননি হাবাস। মুম্বইয়ের তিন তারকা পেরেরা দিয়াজ, ছাংতে ও বিপিন সিংহকে আটকাতে নানা পরিকল্🅺পনা তৈর🎃ি রাখছেন হাবাস। দুই প্রান্ত দিয়ে ঝড় তোলেন ছাংতে ও বিপিন। মাঝখান থেকে আক্রমণ করেন পেরেরা দিয়াজ। সূত্রের খবর, বৃহস্পতিবার অনুশীলনে হাবাস মূলত জোর দিয়েছেন, মুম্বইয়ের আক্রমণের সময় ফুটবলাররা কী ভাবে মাঠে জায়গা নেবেন তার উপরে।
আরও পড়ুন… IPL 2024: শেষ ওভারের রোমাঞ্চকর ম্যাচে🅰 RR-এর থেকে জয় ছিনিয়ে নিল SRH! ১ রানে জিতল হায়দরাবাদ
ফাইনাল নিয়ে মোহনবাগানের অধিায়ক কী বললেন?
ফাইনাল নিয়ে কথা বলতে গিয়ে মোহনবাগানের অধিনায়ক শুভাশিস বসু জানিয়েছেন, ‘ অধিনায়ক হিসেবে আমি গর্বিত। আমাদের সামনে আর একটা ম্যাচ বাকি রয়েছে। ঘরের মাঠে চ্যাম্পিꦏয়ন হতে চাই। কঠিন পরিস্থিতিতেই সবসময় ঘুরে দাঁড়াই আমরা। ওড়িশা এফসি-র বিরুদ্ধেও তা প্রমাণ করেছি। পুরো মরশুম জুড়ে আমরা যে কঠোর পরিশ্রম করেছি, তার ফল আমরা পেয়েছি।’ ফলে ফাইনালের বল গড়ানোর🍬 আগেই কলকাতা ফুটবল জ্বরে কাবু হয়ে গিয়েছে।
ফাইনাল নিয়ে বিশেষজ্ঞরা কী বলছেন?
বিশেষজ্ঞদের মতে, এই মুহূর্তে দুরন্ত ছন্দে থাকা মোহনবাগানকে আটকানো মুম্বইয়ের পক্ষে কঠিন হবে। ঘরের মাঠে নিজেদের দর্শকদের সামনে খেলবে হাবাসের দল। সেই কারণে আইএসএলের ফাইনালে মোহনবাগানই এগিয়ে থাকবে। মোহনবাগান জনতাও বিশ্বাস করেন, মুম্বইকে হারিয়ে মোহনবাগানের আইএসএল চ্যাম্পিয়ন হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। বৃহস্পতিবার রাতে কলকাতায় পৌঁছনোর আগেই মুম্বইয়ের কোচ বলেছেন, ‘যুবভারতীতে ষাট হাজার দর্শকের সামনে দারুণ ম্যাচ হতে চলেছে। মোহনবাগানের বিরুদ্ধে খেলা এ൩কেবারেই সহজ হবে না। ফাইনালে আরও ভালো খেলার ব্যাপারে আমরা আশাবাদী।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।