Italian footballer receives life sentence : ৫৬ বছর বয়সী প্রাক্তন প্রেমিকা আলেসান্দ্রা মাত্তেউ✱জ্জিকে হাতুড়ি ও বেসবল ব্যাট দিয়ে পিটিয়ে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি হল ইতালির প্রাক্তন ফুটবলার জিওভান্নি পাদোভানির। ২৮ বছর বয়সী এই ফুটবলার ইতালির চতুর্থ ডিভিশনের দল সানকাতালদেসের খেলোয়াড় ছিলেন। তিনি সেন্টারব্যাক পজিশনে খেলতেন। ২০২২ সালের অগস্টে ইতালির উত্তরাঞ্চলের শহর বোলোনিয়ায় একটি হত্যাকাণ্ড ঘটে। ইতালির সংবাদমাধ্যম গাজেত্তা দেল্লো স্পোর্ত জানিয়েছে, আদালত মনে করেন, পাদোভানি পরিকল্পনা করে হত্যাকাণ্ডটি করেছিলেন। সেই কারণে ইতালির ফুটবলারের যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি হল।
ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইন জানিয়েছে, বোলোনিয়ার ভিয়া দেল’ আর্কোভেজ্জিও অঞ্চলে আলেসান্দ্রার অ্যাপার্টমেন্টের বাইরে এই খুনের ঘটনাটি ঘটে ছিল। ঘটনার দিন নিজের বোন স্তেফানিয়ার সঙ্গে ফোনে কথা বলছিলেন আলেসান্দ্রা। এই সময় পাদোভানি প্রথমে হাতুড়ি, এরপর নিজের হাত, ꦜবেসবল ব্যাট এবং অ্যাপার্টমেন্টের পাশের বাগান থেকে নিয়ে আসা বেঞ্চ দিয়ে ꦑপিটিয়ে আলেসান্দ্রাকে হত্যা করেন। তাঁর চিৎকার ফোনে শুনেছেন স্তেফানিয়া।
পাদোভানি দাবি করেন, অপরাধটি করার সময় তিনি ꦕখেলার সঙ্গে জড়িত ছিলেন না। মানসিকভাবে ‘বিপর্যস্ত’ ছিলেন এবং সেই অপরাধের পর থেকে পাদোভানি নিজেকে পাল্টে ফেলেছেন বলেও দাবি করেন। পাদোভানির ভাষায়, ‘যদি আপনি মনে করেন, আলেসান্দ্রার মতো সুন্দরী ও বুদ্ধিমতী কোনও মহিলাকে খুন করাটা আমার জন্য স্বাভাবিক ব্যাপার, তাহলে যাবজ্জীবন সাজাই আমার প্রাপ্য। কিন্তু যদি এটা মনে করেন, যে অপরাধটি আমি করেছি, তার পিছনে (মানসিকভাবে) বিপর্যস্ত থাকাও একটি কারণ, তাহলে লোকের মতামত এড়িয়ে সবকিছু বিবেচনা করুন। আমি যেটা করেছি, সেটা ভয়াবহ ও ক্ষমার অযোগ্য।’
আলেসান্দ্রা ঘটনাস্থলেই মারা যাননি। শরীরে প্রচুর জখম নিয়ে হাসপাতালꩵে ভর্তি হন এবং সেখানে মারা যান। স্থানীয় সংব𓃲াদমাধ্যম জানিয়েছে, প্রায় এক বছরের মতো প্রেমের সম্পর্ক ছিল দুজনের। কিন্তু বেশির ভাগ সময় তাঁদের আলাদা বসবাস করতে হতো। আলেসান্দ্রা থাকতেন বোলোনিয়ায়, আর পাদোভানি থাকতেন সিসিলিতে।
স্তেফানিয়া জানিয়েছেন, ২০২২ সালের জানুয়ারিতে পাদোভানি আলেসান্দ্রার বাসায় বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করেন। সম্পর্ক ভেঙে যাওয়ার পর আলেসান্দ্রাকে ফোনে নানা রকম হুমকিমূলক বার্তা পাঠাতেন পাদোভানি। অত্যধিক জ্বালানোয় পাদোভানির বিরুদ্ধে সে সময় পুলিশেও অভিযোগ করেছিলেন আলেসান্দ্রা। পাদোভানি তাঁকে জ্বালাতন করছেন, এ অভিযোগ করার কয়েক সপ্তাহ পর আলেসান্দ্রা খুন হন। তাঁকে হত্যার দায়ে গত পরশু আদালত পাদোভানির বিরুদ্ধে এไ রায় দেন। এদিনের রায় শুনে আদালতকক্ষ ছাড়ার সময় স্তেফানিয়া কাঁদতে কাঁদতে বলেছেন, ‘আলেসান্দ্রা তো আর নেই। আমার বোনটা আর নেই।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।