ইস্টবেঙ্গলকে হারাতেই মোহনবাগানে যোগ দিলেন- মোহনবাগানে সই করার পরে এমনই জানালেন গ্রেগ স্টুয়ার্ট। শুক্রবার মোহনবাগানের তরফে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল যে এক বছরের চুক্তিতে সবুজ-মেরুন ব্রিগেডে যোগ দিচ্ছেন অ🍬্যাটাকিং মিডফিল্ডার-কাম-স্ট্রাই🅺কার। যিনি ভারতে একেবারেই নতুন নন। বরং ভারতে খেলার যথেষ্ট অভিজ্ঞতা আছে তাঁর। প্রথমে জামশেদপুর এফসির হয়ে খেলেছেন। তারপর খেলেছেন মুম্বই সিটি এফসির হয়ে। দু'দলেরই হয়ে লিগ শিল্ড জিতেছেন। জিতেছেন সোনার বলও। তবে এবার যখন মোহনবাগানে যোগ দিলেন, তখন তাঁর ফর্ম নিয়ে কিছুটা উদ্বেগ আছে। স্কটিশ ক্লাব কিলমারনকে তেমন ছন্দে ছিলেন না ৩৪ বছরের তারকা।
ফর্ম নিয়ে কেন উদ্বেগ আছে?
চলতি বছরের জানুয়ারিতে যখন মুম্বই সিটি ছেড়ে স্টুয়ার্ট স্কটল্যান্ডে ফিরে গিয়েছিলেন, সেইসময় তিনি জানিয়েছিলেন যে ব্যক্তিগত কারণে মাঝপথে ভারত ছাড়ছেন। মুম্বই ♚সিটি ছেড়ে কিলমারনকে যোগ দিয়েছিলেন। কিন্তু স্কটল্যান্ডে তা🌊ঁর সময়টা ভালো কাটেনি। হার্নিয়া অপারেশনের পরে ভালো খেলতে পারেননি। যদিও মোহনবাগান কর্তৃপক্ষের আশা, ভারতে এসে নিজের সেরা ছন্দে ফিরবেন জামশেদপুর এবং মুম্বইয়ের প্রাক্তন তারকা।
আরও পড়ুন: প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে আনোয়ার আলি! 🐟ডিফেন্ডারের বিরღুদ্ধে বড় সিদ্ধান্ত নিতে চলেছে মোহনবাগান
জামশেদপুর এবং মুম্বইয়ে স্টুয়ার্টের রেকর্ড
১) ২০২১-২২ সালে জামশেদপুর যে লিগশিল্ড জিতেছিল, তাতে বড় অবদান ছিল স্টুয়ার্টের। দল যে ৪৩টি গোল করেছিল, তার মধ্যে ২০টি গোলে প্রত্যক্ষভাবে অবদান ছিল তাঁর। ১০টি গোল করেছিলেন। অ্যা💙সিস্টের সংখ্যা ছিল ১০।
২) মুম্বইয়ের হয়ে ৪৬টি ম্যাচে ১৭টি 𝐆গোল করেছিলেন স্♔কটিশ তারকা। অ্যাসিস্টের সংখ্যা ছিল ১৮।
আরও পড়ুন: মোহনবাগানের পর এবার ঝাঁপাল লাল-হ🍰লুদও, সৌরভকে ভারত গৌরব দেওয়ার ঘোষণা ইস্টবেঙ্গলের
মোহনবাগানে যোগ দিলেন কেন? কী বললেন স্টুয়ার্ট?
স্কটিশ তারকা বলেন, ‘ভারতীয় ফুটবলের মক্কা কলকাতার🍌 খেলায় স্বপ্ন ছিল অনেকদিন ধরেই। ভারতের সব ফুটবল স্টেডিয়াম এবং পরিবেশ আমার চেনা। ব্যক্তিগত স্তরে সাফল্য পেয়েছি। ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন হয়েছি। আর মোহনবাগানের মতো ঐতিহ্যশালী ক্লাব এবং দেশের সেরা ক্লাবে খেলতে পারার অনুভূতিটাই আলাদা।’ সেইসঙ্গে তিনি বলেন, ‘কলকাতায় মোহনবাগানের বিরুদ্ধে খেলতে নেমে দেখেছি যে সমর্থকরা কতটা ক্লাবকে ভালোবাসেন, ক্লাবকে নিয়ে তাঁদের যে আবেগ, সেটা সামনে থেকে দেখেছি। সবুজ-মেরুন সমর্থকরাই সেরা।’
ডার্বিতে জিততে চাই, মোহনবাগানে যোগ দিয়ে বললেন স্টুয়ার্ট
স্কটল্যান্ড থেকে ꦡকেন ফের ভারতে ফিরে এসে মোহনবাগানে যোগ দিলেন, সেই কারণও ব্যাখ্যা করেছেন স্টুয়ার্ট। তিনি বলেছেন, ‘মোহনবাগানে যে সই করেছি, সেটার পিছনে আরও একটা কারণ আছে। আর সেটা হল - যুবভারতীতে ডার্বি খেলার ইচ্ছা। কলকাতা ডার্বি এশিয়ার অন্যতম সেরা ডার্বি। সেই ম্যাচে খেলতে নামব এব জিতব - সেই স্বপ্নটা দীর্ঘদিন ধরে দেখে আসছি। ভারতে খেলার সময় নিজের দলকে অনেক কঠিন ম্যাচে জিতিয়েছি। কিন্তু ডার্বি জিতিনি। সেটা মাথায় রেখেই অনুশীলনে নামব আমি।’
আরও পড়ুন: মোহনবাগানের আর্মান্𒈔দো সাদিকু এবার এফসি গোয়ার পথে! রিলিজের অপেক্ষায় আলবেনিয়ার ত𝓰ারকা ফুটবলার
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।