কিংস কাপের জন্য ভারতের ২৩ সদস্যের দল ঘোষণা করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। যে মোহনবাগান সুপার জায়ান্টের একঝাঁক খেলোয়াড় সুযোগ পেয়েছেন। তবে সবুজ-মেরুন ছেড়ে কেরল ব্লাস্টার্সে যাওয়া প্রীতম কোটালকে দলে রাখেননি ভারতীয় দলের কোচ ইগর স্টিম্যাচ। যিনি সাফ চ্যাম্পিয়নশিপেও ভারতীয় দলে নেই। সাফের দলে থাকা লিস্টন কোলাসো, নন্দকুমারকে দলে রাখা হয়নি। ইস্টবেঙ্গলের যে নন্দকুমার দিনকয়েক আগেই ডুরান্ড কাপে মোহনবাগানের বিরুদ্ধে কলকাত🃏া ডার্বিতে গোল করেছিলেন। যা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। সেইসঙ্গে রাহুল কেপিকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।
আগামী মাসে শুরু হতে চলা কিংস কাপের দলে নেই সুনীল ছেত্রী। প্রথমবার বাবা হওয়ার স্বাদ নেওয়ার মুহূর্তে স্ত্রী সোন𓂃মের সঙ্গে থাকার জন্য আগেই সেই টুর্নামেন্ট থেকে নাম সরিয়ে নেন। তাঁর পরিবর্তে ভারতের অধিনায়কত্ব কে করবেন, সে বিষয়ে ফেডারেশনের তরফে সরকারিভাবে জানানো হয়নি। শুধুমাত্র আজ ২৩ জনের ঘোষণা করেছে ফেডারেশন।
কিংস কাপের জন্য ভারতের ২৩ জনের দল
গোলকিপার: গুরপ্রীত সিং সান্ধু, ♌অমরিন্দর সি💝ং, গুরমিত সিং।
ডিফেন্ডার: আশিস রাই, ন🍸িখিল পূজা𓃲রী, সন্দেশ ঝিঙ্গান, আনোয়ার আলি, মেহতাব সিং, লালচুংনুঙ্গা, আকাশ মিশ্র, শুভাশিস বসু।
মিডফিল্ডার: জিকস🍸ন সিং, সুরেশ সিং, ব্র্যান্ডন ফার্নান্দেজ, সাহাল আবদুল সামাদ, অ꧃নিরূদ্ধ থাপা, রোহিত কুমার, আশিক কুরিয়ান, নাওরেম মহেশ সিং, লালিনজুয়ালা ছাংতে।
ফরোয়ার্ড: মনবীর সিং, রহিম আলি, রাহুল কেপি।
কিংস কাপের জন্য ভারতীয় দলের সূচি
আগামী ৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) থেকে থাইল্যান্ডে কিংস কাপ শুরু হতে চলেছে। চলবে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত। ৭ সেপ্টেম্বর বিকেল চারটেয় (ভারতীয় সময় অনুযায়ী) থেকে ইরাকের (ফিফার ক্রমপর্যায় ৭৭) বিরুদ্ধে খেলবে ভারত (ফিফার ক্রমপর্যায় ৯৯)। সেদিন সন্ধ্যা সাতটায় লেবাননের বিরুদ্ধে নামবে থাইল্যান্ড। যে দুটি দল সেমিফাইনালে জিতবে, সেই দুটি দল ১০ সেপ্টেম্বর ফাইনালে নামবে। সন্ধ্যা সাতটা থেকে ম্যাচ শুরু হ🐼বে। উল্লেখ্য, ২০১৯ সালে কিংস কাপে ব্রোঞ্জ জিতেছিল ভারত।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।