আগামী মাসের শুরুতেই এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের কোয়ালিফায়ার ম্যাচ। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে ড🌟ালিয়ানে অনুষ্ঠিত হতে চলেছে এই ম্যাচগুলি। তার আগে জাতীয় দলে শিবিরের জন্য অনূর্ধ্ব-২৩ ফুটবলারদের ডাকা হয়। আগেই এআইএফএফের তরফ থেকে জানানো হয় এই শিবির বসতে চলছে ভুবনেশ্বরে। কিন্তু অধিকাংশ ফুটবলারই এই শিবিরে উপস্থিত হননি। জানা গিয়েছে সেই সব ফুটবলাররা যে ক্লাবের হয়ে খেলছেন, তারা তাদেরকে ছাড়েনি। যার মধ্যে রয়েছে কলকাতার এক প্রধানও। রবিবার ভারতীয় অনূর্ধ্ব-২৩ ফুটবল দলের কোচ ক্লিফোর্ড মিরান্ডা ক্লাবগুলির উদ্দেশ্যে জানিয়েছেন ফুটবলারদের যেন ছেড়ে দেওয়া হয়।
২৮ জন ফুটবলারকে এই শিবিরে যোগদান করার জন্য বলা হয়। কথা ছিল শুক্রবার থেকে এই প্রস্তুতি শিবির শুরু হবে। কিন্তু অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের কোয়ালি𓄧ফায়ার ম্যাচের জন্য এই জাতীয় শিবির আয়োজন করা যায়নি। কারণ এখানে মাত্র ১২ জন ফুটবলার উপস্থিত হন। বাকি ফুটবলাররা এই ক্যাম্পে আসতে পারেননি তাঁর পিছনে মনে করা হচ্ছে যে ক্লাবগুলো তাদেরকে ছাড়েনি।
অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ শুরু হবে ৬ সেপ্টেম্বর থেকে। ভারত আগামী সপ্তাহেই সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা হবে। ভারত এই টুর্নামেন্টে গ্রুপ জিতে রয়েছে। এই গ্রুপে ভারতের সঙ্গেই রয়েছে সংযুক্ত আরব আমিরশাহি, মলদ্বীপ এবং চিন। ৬ সেপ্টেম্বর প্রথম ম্যাচ মলদ্বীপের বিরুদ্ধে খেলবে ভারত। তারপরে ৯ সেপ্টেম্বর চিনের বিরুদ্ধে খেলবে তারা। এর🐠পরে ১২ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহির মুখোমুখি হতে চলেছে ভারতীয় দল।
তবে তার আগে ভারতীয় টিম ম্যানেজমেন্টের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। ফুটবলারদের ছাড়তে নারাজ দলগুলি। এই বিষয়ে অনূর্ধ্ব-২৩ দলের জাতীয় কোচ বলেন, 'শুধুমাত্র পাঁচটি ক্লাব ফুটবলারদের জাতীয় ক্যাম্পের জন্য ছেড়ে দিয়েছে। বাকি দলগুলি প্রয়োজনীয় ফুটবলারদের ছাড়তে নারাজ। জানিয়েছে ফুটবলারদের তারা শুধুমাত্র ফিফা উইন্ডো যখন খোলা হবে সেই সময় ছাড়তে পারবে। একদিক থেকে দেখতে গেলে ক্লাবরা ঠিকই বলছে কিন্তু আমি তাদের কাছে অনুরোধ করব বড় বিষয় তার দিকে খেয়াল রাখতে। এটা🎀 জাতীয় দল এবং জাতীয় গর্বের বিষয়। আমরা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক টুর্নামেন্টে ভালো করার চেষ্টা করছি।'
জানা গিয়েছে এখনও পর্যন্ত যারা এই শিবিরে যোগ দিয়েছেন তাদের মধ্যে মোহনবাগান সুপার জায়ান্টের ৪ জন ফুটবলার রয়েছে। এফসি গোয়ার ৩ জন ফুটবলার, ২ জন বেঙ্গালুরু এফসি, এবং একজন করে গোকুলাম কেরালা, নর্থ ইস্ট ইউনাﷺইটেড এবং হায়দরাবাদ এফসির ফুটবলার হয়েছে। কিন্তু জাতীয় শিবিরের জন্য এখনও ফুটবলার ছাড়েনি ইস্টবেঙ্গল, কেরালা ব্লাস্টার্স, জামশেদপুর এফসি, মুম্বই সিটি এফসি, ওড়িশা এফসি এবং পঞ্জাব এফসি।
এবার এক নজরে দেখে নেওয়া যাক যে ১২ জন এখন𝔍ও পর্যন্ত জাতীয় দলের শিবিরে𝓀 যোগ দিয়েছে- আনোয়ার শেখ, সুমিত রাঠি, হান্তে, সুহেল ভাট (মোহনবাগান সুপার জায়ান্ট), হৃত্বিক তিওয়ারি, আয়ূশ ছেত্রী, ব্রিসন ফের্নান্দেজ (এফসি গোয়া), রোহিত দানু, শিবশক্তি নারায়ানান (বেঙ্গালুরু এফসি), সৌরভ কে (গোকুলাম), আবদুল রাবি (হায়দরাবাদ এফসি), সুন্দর গগই (নেরকা এফসি)। মনে করা হচ্ছে আরও দুই জন ফুটবলার আজ যোগ দিয়ে পারেন। তারা হলেন মেটেই এবং জিতেশ্বর সিং (চেন্নাইয়ন এফসি)।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।