শুভব্রত মুখার্জি : লিওনেল মেসি মানেই আলাদা একটা উন্মাদনা, আলাদা উত্তেজনার সৃষ্টি হয় দর্শকদের মধ্যে। ফুটবল মাঠে লিওনেল মেসির পায়ে বল মানেই যেন নতুন 𓆏কিছুর সম্ভাবনা। তাঁকে ঘিরে সমর্থকদের উন্মাদনা যে কোন পর্যায়ে পৌঁছাতে পারে। তার নিদর্শন রয়েছে বিশ্বের প্রায় প্রতিটি ক্ষেত্রেই। এবার সেই ভালোবাসার নির্দশনের সাক্ষী থাকল সোশ্যাল মিডিয়া। আর ভক্তদের ভালোবাসাকে সঙ্গী করেই এক নয়া নজির গড়ে ফেললেন তিনি। মেসির বিশ্বকাপ জয়ের ইনস্টাগ্রাম পোস্ট ইনস্টার ইতিহাসে সমর্থকদের সর্বাধিক ভালোবাসা পাওয়ার নজির গড়ল।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সর্বাধিক ভালোবাসা পাওয়ার নজির গড়লেন লিওনেল মেসি। তাঁর বিশ্বকাপ জয়ের পোস্ট সোশ্যাল মিডিয়াতে সোমবার পর্যন্ত লাইক করেছেন ৪৩০ লক্ষ মানুষ। যা পিছনে ফেলে দিল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর একসঙ্গে থাকা একটি ছবিকেও। যেখানে একসঙ্গে দাবা খেলতে দেখা গিয়েছিল দুই মহাতারকাকে। পোশাক প্রস্তুতকারী সংস্থার বিজ্ঞাপনি প্রচার ছিল সেই বিজ্ঞাপনটি। এরপর মঙ্গলবারেই সেই ছবিতে লাইক সংখ্যা দাঁড়ায় ৫৭০ লক্ষ। যা পিছনে ফেলে দেয় নজির ꧂গড়া ডিমের ছবিকে। যে ছবির দখলে ছিল পুরানো নজিরটি।
আরও পড়ুন… চাপ না সহ্য করতে পারলে দোকান দাও, ডিম বেচো-ফের ক্রিকেটারদের উপহাস কপিলꦅের
যেখানে লাইক করেছিল ৫৬২ লক্ষ মানুষ। মেসির পোস্টে ছিল তাঁর এবং তাঁর জাতীয় দলের সতীর্থদের বিশ্বকাপ জয়ের একাধিক মুহূর্ত। লুসেইল স্টেডিয়ামে বিশ্ব জয়ের একাধিক মুহূর্ত তুলে ধরেছ༺িলেন তিনি।
প্রসঙ্গত নিজের শেষ এবং পঞ্চম বিশ্বকাপে অবশেষে বিশ্বকাপ জয়ে꧙র স্বাদ পে🙈লেন তিনি। কাতার বিশ্বকাপ জিতে তাঁর ট্রফি ক্যাবিনেটকে পূর্ণ করলেন তিনি। ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে নির্ধারিত সময়ে দুটি গোল করেছিলেন লিওনেল মেসি। পেনাল্টি শুট আউটে ৪-২ গোলে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় লিওনেল মেসিরা। প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে ২-১ গোলে হারার পরেও যেভাবে কামব্যাক করেন মেসিরা তা এককথায় অবিশ্বাস্য। টুর্নামেন্টে মেসি ৭টি গোলও করেছেন। সর্বোচ্চ স্কোরার কিলিয়ান এমবাপের থেকে মাত্র একটি গোল কম ছিল তাঁর ঝুলিতে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।