মোহনবাগান এসজি-র বিরুদ্ধে আইএসএলের লিগের শেষ ম্যাচ হেরে শিল্ড জয়ের স্বপ্নভঙ্গ হয়েছিল মুম্বই সিটি এফসি-র। সেই ধাক্কা কাটিয়ে সেমিফাইনালে প্রতিপক্ষ এফসি গোয়াকে দুই লেগেই হারিয়ে ফাইনালে ওঠে মুম্বই। ফাইনালে ফের তারা মুখোমুখি মোহনবাগানের। আবাꦍর সেই যুবভারতীতেই ফাইনাল খেলতে হবে মুম্বইকে। এই মাঠেই তো লিগ শিল্ড হাতছাড়া করেছিল আর সাগরের পারের টিম। তবে এবার ফাইনালে বাগানকে হারিয়ে লিগ শিল্ডের বদলা নিতে মরিয়া মুম্বই সিটি এফসি।
লিগ-শিল্ড না পাওয়া নিয়ে এখনও হতাশা রয়েছে মুম্বইয়ের। তাদের কোচ পিটার ক্রাটকি তো ফাইনালের আগে সাংবাদিক সম্মেলনে বলেই দিলেন, ‘খুব হতাশ ছিলাম। তবে জানতাম কী করতে হবে। দুর্ভাগ্যবশত ম্যাচটি হেরে🗹 গিয়েছিলাম। ঘুরে দাঁড়াতে সময় লেগেছে। বেশ কয়েকটা অনুশꦺীলনের পর আবার আমরা আগের জায়গায় ফিরে এসেছি। জয়ের খিদেটাও ফিরে এসেছে।’ যেন কিছুটা সাবধানই করলেন মোহনবাগানকে।
আরও পড়ুন: অতীতেও কিন্তু মুম্বইয়ের কাছে ফাইনালে ﷽হেরেছি- নিজেদের ফেভারিট মানতে নারাজ হাবাস
যুবভারতীয় সমর্থকদের শব্দব্রহ্ম প্রতিপক্ষ দলকে মানসিক ভাবেই অনেকটা পিছিয়ে দেয়। আইএসএল ফাইনালে যুবভারতীর দর্শ🦹করা বাগানের বড় অস্ত্র হবে। কিন্তু মুম্বইয়ের কোচ গুরুত্ব দিচ্ছেন না। বরং বলে দিয়েছেন, ‘দর্শক আলাদা কোনও প্রভাব ফেলতে পারব൲ে না। বরং আলাদা উৎসাহ পাব আমরা। তবে দারুণ পরিবেশ থাকবে। আমাদের নির্দিষ্ট লক্ষ্য রেখে খেলতে হবে। সংখ্যায় হয়তো আমরা পিছিয়ে থাকব। কিন্তু লড়াই করব আমরা।’
চোটের কারণে আ⛦কাশ মিশ্রকে পাওয়া যাবে না। এবং কার্ড সমস্যায় ইয়োয়েল ভ্যান নিফকে পাবে না মুম্বই। বাকিরা তৈরি বলে জানিয়েছেন ক্রাটকি। মুখে না বললেও বোঝা গেল, ফাইনালে ꦫতাঁর অস্ত্র ভারতের তিন মূর্তি লালিয়ানজুয়ালা ছাংতে, বিপিন সিং এবং বিক্রম প্রতাপ সিং।
দুরন্ত ফর্মে থাকা মুম্বইয়ের আক্রমণ ভাগ নিয়ে কোচ সাফ বলে দিলেন, ‘আমার কাজ বিক্রমপ্রতাপ, ছাংতের থেকে ওদের সেরাটা বের করে আনা। সবাই প্রচুর 🙈খেটেছে🐟। গোটা মরশুম জুড়েই খুব ভালো খেলেছে। ট্রফি জিতে শেষটাও ভালো করতে চাই।’
আরও পড়ুন: মেলবোর্ন সিটির তারকাকে বছরে ♍প্রায় ২.৮ কোটির প্রস্তাব ♏দিল বাগান, আগ্রহী মুম্বইও
জয়ের জন্য মরিয়া থাকলেও, মোহনবাগཧানকে সমীহ করে ক্রাটকি বলেন, ‘মোহনবাগ🍰ান ভালো দল। গোটা ম্যাচেই আক্রমণ এবং রক্ষণে নিখুঁত থাকতে হবে। তবে আমি আর আমার দলের খেলোয়াড়েরা শান্ত রাখছি। কোনও চাপ নেই দলে। আমি জানি ফুটবলারেরা কী করতে পারে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।