এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুর ড্র অনুষ্ঠিত হয়ে গেল কুয়ালা লাম্পুরে। শুক্রবার ছিল প্রতিযোগিতার ড্র। এশিয়ার বিভিন্ন দেশের ক্লাবগুলোকে পূর্ব এবং পশ্চিম দুই ভ🅷াগে ভাগ করে এএফসি൩র এই প্রতিযোগিতার ড্র করা হয়। সেখানে ভারত থেকে প্রতিনিধি হিসেবে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্টস দল। সকাল থেকেই বাগান সমর্থকদের নজর ছিল ৩২ দল নিয়ে অনুষ্ঠিত হতে চলা এই টুর্নামেন্টের ড্রয়ের দিকে। সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকে শুরু হবে এই লিগ টুর খেলা। ৮টি গ্রুপের মধ্যে থেকে প্রতি গ্রুপ থেকে দুটি করে দল পরের রাউন্ডে যাবে। মোহনবাগান সুপার জায়ান্টস এবারে এসিএল টুর গ্রুপ স্টেজে বেশ কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধেই পড়ল। কারণ ইরান এবং কাতারের দুই শক্তিশালী দল রয়েছে তাঁদের গ্রুপে।
আরও পড়ুন-অক্সিজেন পেল হায়দরবাদ এফসি! বিনিয়োগ করতে এগিয়ে এ𝐆লꦍ জিন্দাল গ্রুপ! চলতি মাসের শেষেই হবে চুক্তি…
এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে মোহনবাগানের গ্রুপ-
এ গ্রুপে রয়েছে ইন্ডিয়ান সুপার লিগের 🌠চ্যাম্পিয়ন ক্লাব মোহনবাগান। কাতারের শক্তিশাল༒ী দল আল ওয়াখরা এসসি রয়েছে এই গ্রুপে। এছাড়াও ইরানের ট্র্যাক্টর এফসি রয়েছে বাগানের সঙ্গে একই গ্রুপে। চতুর্থ দল হিসেবে এই গ্রুপে রয়েছে তাজিকিস্তানের ক্লাব এফসি রাভশান। ফলে নকআউট রাউন্ডে যেতে গেলে মোহনবাগান শিবিরকে যে নজরকাড়া পারফরমেন্স করতে হবে তা বলাই বাহুল্য।
আরও পড়ুন-ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রোটিয়াদের ত্রাতা বার্গার! শেষ উইকেটে জুট🍰িতে তুললেন ৬৩ রান…
মোহনবাগান দল অবশ্য এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুর কথা মাথায় রেখেই এবারে বেশ শক্তিশালী দল গড়েছে। দলে রয়েছে একাধিক বিশ্বকাপার। অস্ট্রেলিয়ার এ লিগের সর্বোচ্চ গোলদাতা তথা অস্ট্রেলিয়ার বিশ্বকাপার জেমি ম্যাকলারেনকে এবারে দলে নি💯য়েছে ব𝐆াগান। এছাড়াও রয়েছেন আরেক বিশ্বকাপার জেসন কামিনস, জাতীয় দলে খেলা দিমিত্রি পেত্রাতোসও রয়েছেন। এসিএলে খেলতে গেলে ইরান, কাতারের মতো দলের মুখোমুখি হতে হবে। সেটা বুঝেই ডিফেন্সে হেক্টর য়ুস্তেকে ছেড়ে দিয়ে দীর্ঘদেহি ডিফেন্ডার আরবার্তো রদ্রিগেজকে নিয়েছে সুপার জায়ান্টসরা। এছাড়াও টম অলদ্রেড রয়েছে।
আরও পড়ুন-শুধু ক্র🌞িকেটাররাই নন, নতুন এনসিএর দরজা খোলা নীরজ꧙দের জন্যেও! বড় বার্তা জয় শাহের…
এএফসি কাপের তুলনায় এসিএলে লড়াই অনেক কঠিন হয়। বিশেষ করে🎃 ভারতীয় ফুটবলের এই মূহূর্তে যা হাল, তাতে বিদেশি ফুটবলাররাই ভরসা। তবু হোসে মোলিনা নিশ্চয় চাইবেন ডুরান্ড শেষ হলেই মনবীর, লিস্টন, আপুয়াদের নিয়ে বসে এএফসির ছকও কষে ফে♍লতে, কারণ একই সঙ্গে আইএসএলের পাশাপাশি এএফসির লিগও চলবে। প্রাথমিকভাবে বাগানের টার্গেট অবশ্যই থাকবে এসিএলের অ্যাওয়ে ম্যাচে না হারা। আইএসএলে গতবার চললেও কামিন্সের খেলা এসিএলের আগে আরও উন্নতি করতে হবে। নাহলে দীর্ঘদেহি প্রতিপক্ষের বিরুদ্ধে আদৌ কতটা লড়াই দিতে পারবে সবুজ মেরুন শিবির, তা নিয়ে প্রশ্ন রয়েই গেছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।