দলবদলের ময়দানে ফেলুদাকে নামিয়েছিল ইস্টবেঙ্গল। পালটা ব্যাটম্যানকে আনল মোহনবাগান সুপার জায়েন্টস। আর মোহনবাগানের ব্যাটম্যান হয়ে উঠলেন আলবানিয়ার তারকা ফরোয়ার্ড আর্মান্দো সাদিকু। কারণ তাঁকে এবার দলে নিল সবুজ-মেরুন ব্রিগেড। যে সাদিকু স্পেন-সহ ইউরোপের বিভিন্ন দেশের ক্লাব দলের হয়ে খেলেছেন। শুধু তাই নয়, আলবানিয়ার ‘অ্যাক্টিভ’ খেলোয়াড়দের (যাঁরা এখনও খেলা চালিয়ে যাচ্ছেন) মধ্যে জাতীয় ♌দলের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডও আছে সাদিকুর ঝুলিতে। সেইসঙ্গে ২০১৬ সালের ইউরোতে রোমানিয়াকে হারিয়ে যে ঐতিহাসিক জয় পেয়েছিল আলবানিয়া, সেই ম্যাচের একমাত্র গোলদাতা ছিলেন সাদিকু। যা বড় কোনও টুর্নামেন্টে আলবানিয়ার প্রথম জয় ছিল। তবে কতদিনে🦂র চুক্তিতে তাঁকে দলে নেওয়া হয়েছে, কত টাকা খরচ করা হয়েছে, তা অবশ্য এখনও মোহনবাগানের তরফে জানানো হয়নি।
আরও পড়ুন: Anirudh Thapa: 𝄹বাগান কোচের স্ট্র্যাটেজিকে রপ্ত করে দলে জায়গা༒ পাকা করতে চান অনিরুদ্ধ থাপা
তবে সাদিকুর নাম সরকারিভাবে ঘোষণা করে মোহনবাগান যে সকলকে চমকে দিয়েছে, সেটা একেবারেই নয়। বরং দিনকয়েক ধরে ফুটবল মহলে কান পাতলেই শোনা যাচ্ছিল যে আলবানিয়ার সুপারস্টারকে নি🎉চ্ছে মোহনবাগান। অবশেষে রবিবার তা সরকারিভাবে ঘোষণা করা হয়েছে। মোহনবাগানের বিভিন্ন সোশ্যাল মিডিয়া পেজে সুপারহিরো ‘ব্যাটম্যান’-র সঙ্গে তুলনা করে সাদিকুর একটি ভিডিয়ো পোস্ট করা হয়। তাতে বুঝিয়ে দেওয়া হয়েছে যেไ আলবানিয়ার তারকা সাদিকু কেন এত একজন স্পেশাল খেলোয়াড়। যিনি শেষ এক বছর লা লিগার দ্বিতীয় ডিভিশনের ক্লাব কার্তাহেনায় খেলছিলেন। সেই চুক্তির মেয়াদ জুনেই শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ ‘ফ্রি এজেন্ট’ হয়ে যাচ্ছেন সাদিকু। ফলে কোনও ট্রান্সফার ফি দিতে হচ্ছে না।
আরও পড়ুন: AFC Cup: স্বাধীনতা দিবসে AFC কাপে খেলব না, অনিচ্ছুক খালি পায়ে ব্রিটিশদের♛ হারানো মোহনব🍨াগান
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।